ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে আপিল বিভাগের নবনিযুক্ত দুই বিচারপতির সাক্ষাৎ 

জাতীয়
  • Update Time : ১০:৪৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • / ৫ Time View

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎকালে তারা রাষ্ট্রপতির সঙ্গে কুশলাদি বিনিময় করেন। রাষ্ট্রপতি আপিল বিভাগের নব-নিয়োগপ্রাপ্ত দুই বিচারপতিকে অভিনন্দন জানান। তিনি তাদের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

উল্লেখ্য, সুপ্রিম জুডিসিয়াল অ্যাপোয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ-এর বিচারক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে গত ২৪ মার্চ নিয়োগ দেন। 

ওইদিনই আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত দুই বিচারপতির নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদের দফা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব-কে সুপ্রীম কোর্ট এর আপীল বিভাগের বিচারক পদে নিয়োগদান করিয়াছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হইতে কার্যকর হইবে।’

নিয়োগপ্রাপ্তির পরের দিন গত ২৫ মার্চ বিচারপতিদেরকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি।

Please Share This Post in Your Social Media

রাষ্ট্রপতির সঙ্গে আপিল বিভাগের নবনিযুক্ত দুই বিচারপতির সাক্ষাৎ 

জাতীয়
Update Time : ১০:৪৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎকালে তারা রাষ্ট্রপতির সঙ্গে কুশলাদি বিনিময় করেন। রাষ্ট্রপতি আপিল বিভাগের নব-নিয়োগপ্রাপ্ত দুই বিচারপতিকে অভিনন্দন জানান। তিনি তাদের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

উল্লেখ্য, সুপ্রিম জুডিসিয়াল অ্যাপোয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ-এর বিচারক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে গত ২৪ মার্চ নিয়োগ দেন। 

ওইদিনই আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত দুই বিচারপতির নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদের দফা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব-কে সুপ্রীম কোর্ট এর আপীল বিভাগের বিচারক পদে নিয়োগদান করিয়াছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হইতে কার্যকর হইবে।’

নিয়োগপ্রাপ্তির পরের দিন গত ২৫ মার্চ বিচারপতিদেরকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি।