রাষ্ট্রপতির মন্তব্য প্রসঙ্গে যা বললেন সারজিস আলম

- Update Time : ০৬:৫০:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
- / ১০৪ Time View
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর মতো মানুষ যদি বলেন শেখ হাসিনার পদত্যাগপত্রের ডকুমেন্টস তিনি রাখেননি, তাহলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া দরকার, তা ছাত্র-সমাজই নির্ধারণ করবে। সোমবার (২১ অক্টোবর) রাষ্ট্র সংস্কার নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
সারজিস বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর মতো মানুষ যদি বলেন শেখ হাসিনার পদত্যাগপত্রের ডকুমেন্টস তিনি রাখেননি, তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া দরকার? তার কোথায় থাকা দরকার তা ছাত্রসমাজ নির্ধারণ করবে।
জাতীয় পার্টি প্রসঙ্গে সারজিস বলেন, জাতীয় পার্টি হলো একটি বিবেকহীন দল। যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে। তাদেরকে নিয়ে রাজনৈতিক টেবিলে আলোচনা করার যুক্তি নেই।
সারজিস আলম আরও বলেন, ফ্যাসিস্ট সিস্টেম এখনো সরেনি। বিভিন্ন এজেন্সি ও কুচক্রী মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে হবে। প্রয়োজনে আমরা আবার রাজপথে নামব।
গত তিনটি নির্বাচন বাতিল করার দাবি জানিয়ে সারজিস বলেন, নির্বাচনের নামে বাংলাদেশের শুধু ভণ্ডামি হয়েছে। বিগত তিনটি নির্বাচনকে যদি বাতিল করা হয় তাহলে এই তিন নির্বাচনে ভোটাধিকার হরণ করার জন্য আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে না, তার জবাব আমাদেরকে দিতে হবে। নির্বাচনের নামে প্রহসন করায় আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে বিগত সময়ে বিগত ১৬ বছরে জনগণের ট্যাক্সের টাকায় যেসব সুবিধা নিয়েছে তা ফেরত দিতে হবে।
নওরোজ/এসএইচ