রাবি সুইমিং পুলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
- Update Time : ১১:৫৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / ১২১ Time View
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম সায়মা হোসেন। তিনি সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং তার বাড়ি কুষ্টিয়ায়। রোববার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে সায়মা পানিতে ডুবে যান। পরে তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা মারুফা সিদ্দিকা লিপি বলেন, ওই শিক্ষার্থীকে আনার সময় আমরা তার পালস বা রক্তচাপ কিছুই পাইনি। সে ইতিমধ্যে মারা গিয়েছিল। আমাদের কিছু করার ছিল না। প্রায় ১০ মিনিট এখানে রাখার পর অক্সিজেন দিয়ে আমরা তাকে রাজশাহী মেডিকেলে পাঠাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ঘটনাটি সত্য। এক শিক্ষার্থী মারা গেছেন। মেয়েটি পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করে রামেকে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সংকর কে বিশ্বাস বলেন, সায়মা নামে এক শিক্ষার্থীকে মৃত অবস্থায় আনা হয়। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ বলা কঠিন। কারণ জানতে ময়নাতদন্ত প্রয়োজন। মরদেহটি আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অনুমতি বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নির্ধারণ করা যাবে।
তিনি আরও বলেন, সাধারণত কেউ পানিতে ডুবে গেলে হার্ট অ্যাটাক বা ফুসফুসের জটিলতার কারণে মৃত্যুবরণ করতে পারেন। যদি তিনি সাঁতারু হয়ে থাকেন, তবে অন্য কোনো শারীরিক অসুস্থতা থেকেও এমন ঘটনা ঘটতে পারে। এখন নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রয়োজন।








































































































































































































