রানওয়েতে বসে প্রস্রাব, ভাইরাল ভিডিওতে তোলপাড়

- Update Time : ০৩:২৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১২ Time View
বিহারের দ্বারভাঙা বিমানবন্দরে একটি অদ্ভুত ও ঝুঁকিপূর্ণ ঘটনা ভাইরাল হয়েছে। বিমান ছাড়ার কয়েক মিনিট আগে, রানওয়ের পাশে বসে প্রস্রাব করতে দেখা গেছে এক বৃদ্ধকে। ঘটনা লক্ষ্য করেই ককপিটে থাকা পাইলট হাসতে শুরু করেন এবং ওই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন।
ভিডিওতে দেখা যায়, সাদা কুর্তা-পাজামা পরা বৃদ্ধ বিমান থেকে মাত্র কয়েক মিটার দূরে রানওয়ের পাশের ঘাসে বসে প্রস্রাব করছেন। ওই সময় বিমানের জন্য অপেক্ষমাণ যাত্রীদের লাইনও স্পষ্টভাবে দৃশ্যমান। ৯ সেকেন্ডের এই ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওটি ‘আদর্শ আনন্দ’ নামের একটি হ্যান্ডল থেকে প্রকাশিত হয়েছে এবং প্রকাশের পর থেকে বহু মানুষ এটি দেখেছেন।
নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র। কেউ মজা করছেন, কেউ চিন্তিত। একজন লিখেছেন, ‘সাধারণ মানুষ বিমানে ভ্রমণ করতে পারছে সেটা ভালো বিষয়। তবে মানুষের উচিত ন্যূনতম নিয়ম মেনে চলা।’ অন্য একজন লিখেছেন, ‘প্রস্রাব করার সঠিক পদ্ধতি।’ আবার কেউ সমালোচনা করেছেন পাইলটকে—‘বৃদ্ধ মানুষ। ভুল হতেই পারে। কিন্তু পাইলট যা করেছেন তা শোভনীয় নয়। এভাবে কারও প্রস্রাবের ভিডিও ক্যামেরাবন্দি করে পোস্ট করা অনুচিত।’
এই ঘটনায় বিমান নিরাপত্তার দিক থেকেও উদ্বেগ তৈরি হয়েছে। রানওয়ের কাছাকাছি এমন আচরণ বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে। সাধারণত বিমানবন্দরগুলোতে সীমান্ত বেড়া, নজরদারি ব্যবস্থা, সিসিটিভি ও নিরাপত্তা রাউন্ডের মতো একাধিক নিরাপত্তা স্তর থাকে, যা অননুমোদিত প্রবেশ প্রতিরোধ করে। এমন ঘটনা এই নিরাপত্তা ব্যবস্থার পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
সোশ্যাল মিডিয়ায় একটি পোলও করা হয়েছে, যেখানে প্রশ্ন করা হয়েছে—এই ধরনের ঘটনার প্রতিরোধে বিমানবন্দরে আরও কড়া নিরাপত্তা থাকা উচিত কি না। বিকল্প হিসেবে রয়েছে ‘হ্যাঁ, অবশ্যই’ এবং ‘না, এটা প্রয়োজনীয় নয়,’ যা জনমতের বিভক্ত প্রতিক্রিয়াকে প্রকাশ করছে।
এখনও স্পষ্ট নয় ওই বৃদ্ধ যাত্রী ছিলেন কি না, এবং ভিডিওটি কোন বিমানের ককপিট থেকে ধারণ করা হয়েছিল। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে এই ঘটনায় বিমান চলাচলের নিরাপত্তা এবং যাত্রী সচেতনতার বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়