হাদির মৃত্যু
রাতভর হামলা-ভাঙচুরের পর শাহবাগে সড়ক অবরোধ
- Update Time : ১২:১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / ২০ Time View
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে সারারাত দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুরের ঘটনার পর আজ শুক্রবার সকালেও ঢাকার শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। সকাল ১০টার দিকে সেখানে প্রায় ২০০ বিক্ষোভকারীকে অবস্থান করতে দেখা যায়। তবে তারা কোনো দল বা প্ল্যাটফর্মের ব্যানারে ছিলেন না। তারা চারদিকের সড়কে ব্যারিকেড দিয়ে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করছেন। তবে হাসপাতালের কয়েকটি অ্যাম্বুলেন্স পাশ দিয়ে যেতে দেওয়া হচ্ছে।
বিক্ষোভকারীরা এ সময় ‘তুমি কে, আমি কে; হাদি হাদি’, ‘এই মুহূ্র্তে দরকার, বিপ্লবী সরকার’- এসব স্লোগান দিতে থাকেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান করছেন।
এর আগে, বৃহস্পতিবার রাতেও শাহবাগে সড়ক অবরোধ করে রাতভর বিক্ষোভ করেছে বিক্ষোভকারীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তারা এ অবরোধের ডাক দেন।
এ সময় তারা ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘জাহাঙ্গীরের গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কব’, ‘লীগ ধর, জেলে ভর’সহ নানা স্লোগান দেন। পরবর্তীতে গতকাল রাত ১২টার দিকে কয়েকশ’ বিক্ষুব্ধ আন্দোলনকারী প্রথমে দৈনিক প্রথম আলো, তারপর দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা চালায় ও অগ্নিসংযোগ করে।
রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সংস্কৃতি চর্চা কেন্দ্র ছায়ানট ভবনে ভাঙচুর চালিয়েছে একদল লোক। এ সময় তারা ভবনের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।


























































































































































































