রাজশাহীর বাঘা থানা আবারও জেলার শ্রেষ্ঠ

- Update Time : ০৮:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ১৯৭ Time View
রাজশাহী জেলার সেপ্টেম্বর মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছে বাঘা থানা।বৃহস্পতিবার রাজশাহী জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত সভায় এই ঘোষণা দেওয়া হয়।থানার সার্বিক কর্মদক্ষতা,অপরাধ নিয়ন্ত্রণ,মামলা নিষ্পত্তি ও জনসেবামূলক কর্মকাণ্ডের মূল্যায়নে বাঘা থানাকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়।
অস্ত্র ও গুলি উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়ার জন্য বাঘা থানার অফিসার ইনচার্জকে রাজশাহী রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশের এসপি–এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা ও আর্থিক পুরস্কার দেওয়া হয়।এছাড়া রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার হিসেবে এসআই (নিঃ) মো.মোজাম্মেল হক ডিআইজির সম্মাননা ক্রেস্ট ও আর্থিক পুরস্কার পেয়েছেন। একইভাবে,রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে এএসআই (নিঃ) আব্দুল মালেক পুরস্কৃত হয়েছেন।বাঘা থানার অফিসার ইনচার্জ আ.ফ.ম আসাদুজ্জামান।
এই অর্জনের জন্য থানার সব কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,‘টিম বাঘার এই সাফল্য আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল।মহান আল্লাহ যেন এই ধারাবাহিকতা বজায় রাখার তৌফিক দেন।’