রাজনীতি চালিয়ে যেতে চাই: সাকিব
- Update Time : ০২:৫২:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ৭ Time View
কখনো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, কখনো আবুধাবি টি-টেন, কদিন পর আবার আইএল টি-টোয়েন্টি। একের পর এক ফ্র্যাঞ্চাইজি আসর খেলে বেড়াচ্ছেন সাকিব আল হাসান।
আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা বাংলাদেশের সফলতম তারকা বললেন, দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলার আশায় নিজেকে ফিট রাখতেই এখনো খেলে যাচ্ছেন। তবে পেশাদার ক্রিকেটে একদম শেষ প্রান্তে চলে আসা সাকিব জানালেন, খেলা থামলেও রাজনীতি চালিয়ে যাবেন তিনি। ইংল্যান্ডের সাবেক তারকা মঈন আলির সঙ্গে ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে অংশ নিয়ে অনেক কথা বলেছেন সাকিব। একদম নিজের ক্যারিয়ারের শুরুর সময়ের আলোচনা। ক্রিকেটের বিকাশ, বাংলাদেশ দলের আবহ থেকে নিজের অবসর প্রসঙ্গ।
এখনো আনুষ্ঠানিকভাবে অবসর নিতে না চাওয়া সাকিব দেশে ফিরে খেলতে চান বিদায়ী সিরিজ। এরপরই তার পুরো মনোযোগ চলে যাবে রাজনীতিতে। গত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়, ক্রিকেট ক্যারিয়ারের অংশ প্রায় শেষ করে ফেলেছি আমি। হয়তো রাজনীতির অংশ এখনও বাকি আছে। এটা এমন কিছু যা আমি বাংলাদেশের মানুষ ও মাগুরাবাসীর জন্য করতে চাই। এটা ছিল আমার ইচ্ছা, যা এখনও আছে। দেখা যাক, আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান।’
২০২৪ সালের অগাস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর সংসদ সদস্য পদ হারান সাকিব। দেশের বাইরে থাকা সাকিব এরপর আর দেশে ফিরতে পারেননি। হত্যা মামলাসহ একাধিক মামলায় আসামীও হতে হয়েছে তাকে।
গত বছর সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে শেষবার বাংলাদেশের হয়ে নেমেছিলেন সাকিব। ওই টেস্টের আগে অবসর পরিকল্পনা জানানো সাকিব ঘোষণা দিয়েছিলেন, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে চান বিদায়ী টেস্ট, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ছাড়তে চান ওয়ানডে। তবে তার কোন চাওয়াই পূরণ হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের স্কোয়াডে থাকলেও খেলা হয়নি। সিরিজটি খেলতে যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত আসার পর তাকে দেশে ফিরতে মানা করা হয় সরকারের পক্ষ থেকে। তখন নিরাপত্তার কথা বলে হলেও পরে নানান ঘটনাপ্রবাহের পর সাকিবকে আর বাংলাদেশে খেলতে দেওয়া হবে না বলেও বক্তব্য আসে সরকারী নীতি নির্ধারকদের পক্ষ থেকে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়

















































































































































































