ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ফেসবুকের বিরুদ্ধে থানায় জিডি করেছেন মামুনুল হক সিলেটে সাদাপাথর লুটপাট নিয়ে তদন্ত কমিটির গণশুনানি আ’লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ: গ্রেফতার শিমুল ৪ দিনের রিমান্ডে ‘তত্ত্বাবধায়ক সরকার’ বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনবেন আদালত চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানিমূলক কার্যক্রমের চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেয়ার নির্দেশ শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার, বিদেশি নাগরিক আটক লায়লাকে হত্যাচেষ্টা, প্রিন্স মামুনের বিরুদ্ধে সাক্ষ্য শুরু তত্ত্বাবধায়ক নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ: প্রধান বিচারপতি পুরনো ভিডিও নিয়ে কটাক্ষ, কড়া জবাব দিলেন প্রভা শুভাঢ্যা খালকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করা হবে: পানি সম্পদ উপদেষ্টা

রাজনীতির কারণেই ভারত-পাকিস্তানের মধ্যে ঘৃণা তৈরি হচ্ছে: সানি

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ১১:২৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
  • / ৩৭৫ Time View

বুধবার প্রকাশ্যে এসেছে সানি দেওল ও আমিশা প্যাটেলের ছবি ‘গদর টু’-এর ট্রেলার। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানি দেওল ও আমিশা প্যাটেল। অনুষ্ঠানে ভারত-পাকিস্তানের সম্পর্ক নিয়ে কথা বলেছেন অভিনেতা বিজেপি সাংসদ সানি দেওল। সানি দুই দেশের বৈরি সম্পর্কের কারণ হিসেবে রাজনৈতিক খেলাকেই দায়ী করেছেন।

সানি বলেন, ‘দুই দেশের মাঝেই ভালোবাসা আছে। রাজনৈতিক খেলার কারণেই ঘৃণা তৈরি হয়। সিনেমাতেও সেটাই দেখানো হবে। দেখানো হবে আমরা কেউই আসলে যুদ্ধ চাই না।’ দুই দেশের মধ্যেই (ভারত-পাকিস্তান) প্রেম রয়েছে। রাজনৈতিক খেলাই এই সমস্ত ঘৃণা তৈরি করে। ছবিতেও সেরকমটাই দেখবেন আপনি। যেখানে দেখা যাবে কেউ আমরা একে অপরের সঙ্গে যুদ্ধ করতে চাই না।”

এই ছবির মুল চরিত্রে অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা। গদর ছবিতে সানি এক শিখ ট্রাক চালক ছিলেন। ঘটনাচক্রে তিনি সাকিনার (আমিশা) সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ধর্ম আলাদা হলেও সেই পরিস্থিতি তারা কীভাবে সামলেছিলেন তা দেখা যাবে এই ছবিতে।

উৎকর্ষ শর্মা এখানে সানি এবং আমিশার ছেলের চরিত্রে অভিনয় করবেন। তিনিই ‘গদর: এক প্রেমকথা’ ছবিতে সানি, আমিশার ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন।

২০০১ সালে ‘গদর: এক প্রেমকথা’ ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। ১১ আগস্ট মুক্তি পাবে ‘গদর টু’। ছবিটি পরিচালনা করেছেন অনিল শর্মা।

সূত্র: ইন্ডিয়া টুডে

Please Share This Post in Your Social Media

রাজনীতির কারণেই ভারত-পাকিস্তানের মধ্যে ঘৃণা তৈরি হচ্ছে: সানি

নওরোজ বিনোদন ডেস্ক
Update Time : ১১:২৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

বুধবার প্রকাশ্যে এসেছে সানি দেওল ও আমিশা প্যাটেলের ছবি ‘গদর টু’-এর ট্রেলার। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানি দেওল ও আমিশা প্যাটেল। অনুষ্ঠানে ভারত-পাকিস্তানের সম্পর্ক নিয়ে কথা বলেছেন অভিনেতা বিজেপি সাংসদ সানি দেওল। সানি দুই দেশের বৈরি সম্পর্কের কারণ হিসেবে রাজনৈতিক খেলাকেই দায়ী করেছেন।

সানি বলেন, ‘দুই দেশের মাঝেই ভালোবাসা আছে। রাজনৈতিক খেলার কারণেই ঘৃণা তৈরি হয়। সিনেমাতেও সেটাই দেখানো হবে। দেখানো হবে আমরা কেউই আসলে যুদ্ধ চাই না।’ দুই দেশের মধ্যেই (ভারত-পাকিস্তান) প্রেম রয়েছে। রাজনৈতিক খেলাই এই সমস্ত ঘৃণা তৈরি করে। ছবিতেও সেরকমটাই দেখবেন আপনি। যেখানে দেখা যাবে কেউ আমরা একে অপরের সঙ্গে যুদ্ধ করতে চাই না।”

এই ছবির মুল চরিত্রে অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা। গদর ছবিতে সানি এক শিখ ট্রাক চালক ছিলেন। ঘটনাচক্রে তিনি সাকিনার (আমিশা) সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ধর্ম আলাদা হলেও সেই পরিস্থিতি তারা কীভাবে সামলেছিলেন তা দেখা যাবে এই ছবিতে।

উৎকর্ষ শর্মা এখানে সানি এবং আমিশার ছেলের চরিত্রে অভিনয় করবেন। তিনিই ‘গদর: এক প্রেমকথা’ ছবিতে সানি, আমিশার ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন।

২০০১ সালে ‘গদর: এক প্রেমকথা’ ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। ১১ আগস্ট মুক্তি পাবে ‘গদর টু’। ছবিটি পরিচালনা করেছেন অনিল শর্মা।

সূত্র: ইন্ডিয়া টুডে