রাজনীতিতে নামছেন তাহসান- কী বলছেন এ তারকা
- Update Time : ০২:০০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ৬২ Time View
অভিনয় ছেড়েছেন আগেই। মাস দেড়েক আগে গানও ছাড়ার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মও বন্ধ রেখেছেন।
এরই মধ্যে খবর রটেছে, জনপ্রিয় তারকা তাহসান খান ধর্মভিত্তিক এক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছেন। আগামী সংসদ নির্বাচনে প্রার্থীও হতে পারেন। এ নিয়ে সাক্ষাৎকারে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিষয়টি এড়িয়ে যাওয়ারও অনুরোধ করেন তিনি। তবুও এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন নিজের অবস্থান।
এ নিয়ে তাহসান বলেন, ‘অস্ট্রেলিয়ার মেলবোর্নের কনসার্টে যখন গান ছাড়ার কথাটা বলেছি, সে সময় খুব কম মানুষ ছিল। সেটা যে এভাবে সারা দেশে ছড়িয়ে যাবে ভাবিনি। অভিনয় থেকে যেভাবে ধীরে ধীরে বিরতি নিয়েছি, সেভাবে গান থেকেও বিরতি নেব।’
তিনি বলেন, ‘আমি তো একটু আবেগপ্রবণ, কবি মানুষ। এমনভাবে বলে ফেলেছি যে ছড়িয়ে গেছে। আমার ওই একটা কথার ফলে অনেক কিছু হয়ে গেছে। একটা জায়গায় দেখলাম, আমার ছবিতে টুপি দিয়ে একটি রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। আমি নাকি রাজনীতি করছি!’
তিনি আরও বললেন, ‘আমার কাছে মনে হয় এগুলো পার্ট অব দ্য গেম। একটা খেলার মতো। এখন কিছু মানুষ ভাইরাল হওয়ার নেশায় থাকে। এটা পৃথিবীজুড়েই চলছে। এ কারণে খুব চিন্তা করে কথা বলতে হয়। কোন কথাটা নিয়ে কখন কী হয়ে যাবে, এটা ভাবতে হয়।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































