রাজধানীর মালিবাগে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২
- Update Time : ০৪:০৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / ১৬ Time View
গত ২৪ অক্টোবর নূরে আলম রিফাত (২৩) রাজধানীর মালিবাগ ১ম লেন, শাহজাহানপুর থেকে সকাল ৬ টার পর তার নিজ জেলা লক্ষ্মীপুর যাওয়ার উদ্দেশ্যে বাসা হতে বের হয়। বাসার নিকটে ব্যাটারি চালিত রিকশায় করে দুই জন ছিনতাইকারী চাপাতি দেখিয়ে জোরপূর্বক ভিকটিমের কাছ থেকে একটি আইফোন ও মানিব্যাগে থাকা ৭,৫০০/- টাকা ছিনতাই করে।
উক্ত ঘটনায় শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করা হয় যার মামলা নং-১৭ তারিখ ১৪ অক্টোবর ২০২৫। পরবর্তীতে গত ২৭ অক্টোবর ভিকটিমের দেওয়া তথ্য ও এলাকার সিসি টিভি ফুটেজ বিশ্লেষণে করে ছিনতাইকারী মোঃ সুজন (৩০) এবং মোঃ সাইফুল ইসলাম (২৪)কে শাহজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
ধৃত আসামিদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ১টি ব্যাটারি চালিত রিকশা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামি মোঃ সুজন একজন পেশাদার ছিনতাইকারী তার বিরুদ্ধে রাজধানীর শাহজাহানপুর থানায় ২টি, খিলগাঁও থানায় ১টি ও নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানায় ১টিসহ মোট ৪টি মামলা রয়েছে।
ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।









































































































































































































