কামরাঙ্গীরচরে হাজী রিয়াজ উদ্দিন মনি’র গণসংযোগ

- Update Time : ০৮:৫২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩০ Time View
রাজধানীর লালবাগের কৃতি সন্তান প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ছোট ভাই বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ হাজী রিয়াজ উদ্দিন মনি ঢাকা ৭ আসনের বিএনপি প্রার্থী হিসেবে কামরাঙ্গীর চরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
আজ শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ড এ গণসংযোগ করেন তিনি।
এ সময় রিয়াজ উদ্দিন মনি স্থানীয় পূর্ব রসুলপুর বাইতুস সালাম জামে মসজিদে নামাজের সময় স্থানীয় মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন।
জুম্মার নামাজ শেষে তার প্রয়াত বড় ভাই রাজপথের লড়াকু সৈনিক, সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা হাজী নাসির উদ্দিন পিন্টুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি মসজিদের মুসল্লিদের উদ্দেশ্যে বলেন,
ফ্যাসিস্ট হাসিনার জুলুম নির্যাতনের শিকার হয়ে তার ভাই কারগারেই মৃত্যুবরণ করেছেন। তাদের পরিবার ও জুলুম নির্যাতনের শিকার হয়েছে। হাসিনার রোষানলের শিকার হয়ে তিনিও প্রাণ ভয়ে দীর্ঘদিন দেশের বাইরে পালিয়ে ছিলেন।
তিনি বলেন, “লালবাগ ৭ আসনের জনগণের প্রানপ্রিয় নেতা হিসেবে নাসিরুদ্দিন পিন্টু এলাকার আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। রাজপথের লড়াকু সৈনিক পিন্টু ছিলেন ফ্যাসিস্ট হাসিনার জলমান আতংক। শরীরে গুলিবিদ্ধ অবস্থায় তিনি লড়ে গেছেন।
আওয়ামী শাসনামলে রমজানের রোজার ইফতার এর সময় তিনি এক ঢোক পানিটুকু খেতে পারেননি। ফ্যাসিস্ট হাসিনার পেটুয়া পুলিশ বাহিনী রোজা অবস্থায় ইফতারের টেবিল থেকে টেনে হিচরে রাস্তায় ফেলে তাকে অমানুষিক নির্যাতন করেছে। পিন্টু ভাইয়ের স্বপ্ন ছিল এলাকার উন্নয়ন, সন্ত্রাস দমন এবং সামাজিক সম্প্রীতি রক্ষা করা।”
তার স্বপ্নকে বাস্তবে রুপ দেয়ার জন্য জনগনের খেদমতে তিনি লালবাগ-কামরাঙ্গীর চর- হাজারীবাগ সহ ঢাকা ৭ আসনের তাকে মনোনীত করার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান।
তিনি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এই এলাকায় উন্নয়নের জন্য কাজ করতে চাই।
জুমার নামাজ শেষে, রিয়াজউদ্দিন মনি নেতাকর্মীদের নিয়ে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার ৫৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ভোটারদের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করেন ।
তিনি আগামী সংসদ নির্বাচনে এই এলাকার উন্নয়নের জন্য এলাকাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান ।
নির্বাচনী প্রচারণার সময় তার সাথে বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।