ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জাতীয় পরিচয় পত্রের কার্যক্রম সিভিল রেজিস্ট্রেশন কমিশনে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন রমেকের ডাক্তার মাহাবুবকে চান ‘না’ সহকর্মীরা, অন্যত্র বদলির দাবি  চায়ের দোকানের আঁড়ালে মদের ব্যবসা, গ্রেফতার ২ কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস
আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর নিষ্ক্রিয়তা

রাজধানীতে বেপরোয়া ছিনতাইয়ের ঘটনা অস্বাভাবিক হারে বাড়ছে

সোলায়মান হোসেন
  • Update Time : ০১:১৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • / ১১৭ Time View

রাজধানীর বিভিন্ন স্থানে হরহামেশাই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। ছবি: সিসিটিভির ফুটেজ থেকে নেয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টি.এস.সি ,ফুলার রোড,পলাশীর মোড় ও আশেপাশের এলাকায় প্রায় প্রতিদিনই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ভুক্তভুগি নগরবাসীরা এই ঘৃনিত অপরাধের কাছে পুরোপুরি অসহায়। ভুক্তভুগি নাগরিকরা ছিনতাইয়ের মামলা করতে থানায় গেলে জানতে পারে এই আধুনিক বিশ্বের উন্নয়নশীল বাংলাদেশের আইনে নাকি বেপরোয়া ছিনতাই এর নামে কোন আইন ও দন্ডবিধি নেই। যার সুযোগে এই আধুনিক বিশ্বের অন্যতম উন্নয়নশীল দেশ বাংলাদেশ ছিনতাইকারীদের কাছে স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

রাজধানীতে দুর্ধর্ষ হয়ে উঠেছে ছিনতাইকারীরা। প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে ছিনিয়ে নিচ্ছে সবকিছু। গত আড়াই মাসে রাজধানীতে হওয়া ৫৪ ছিনতাই মামলার বেশিরভাগের চিত্রই এক। ১৭ ডিসেম্বর ভোর ৪টা ৩২ মিনিটি। রাজধানীর কলাবাগানের লেকসার্কস ডলফিন গলি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এক দম্পতি। মোটরসাইকেলে এসে বড় চাপাতি বের করে মহিলার কাঁধে থাকা ব্যাগের বেল্ট কেটে ছিনিয়ে নেয় সেটি। চাপাতির ভয় দেখিয়ে নিয়ে নেয় সঙ্গে থাকা সব কিছুই। ছেলেটির ফোন ছিনিয়ে নিতে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে ছিনতাইকারীরা।

ভুক্তভোগী জ্যোতি বসু চাকমা বলেন, তিনজন আমাদের সামনে আসে। দুজনের হাতে চাপাতি ছিল। তারা আমার স্ত্রীকে চাপাতি দিয়ে আঘাত করে। তার কাছ থেকে মোবাইল ও হাতে থাকা আংটি নিয়ে নেয়।’

এ ঘটনার ফুটেজ খুঁজতে গিয়ে একই জায়গায় ১৪ ডিসেম্বর ভোরেও এক নারীকে হেনস্তা ও চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনাও সামনে আসে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী রবি। রাজধানীর আসাদগেটে এক বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে গত ২১ ডিসেম্বর রাতে প্রকাশ্যেই চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাইকারীরা তার সব ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী এনামুল হক রবি বলেন, বাম হাতে গভীরভাবে কেটেছে। মাথা ও হাতে ২৪টি সেলাই পড়েছে।

ডিএমপির তথ্য বলছে, অক্টোবরে রাজধানীতে ছিনতাইয়ের মামলাই হয়েছে ২০টি। নভেম্বরে ২৭টি। আর ডিসেম্বের ১০ দিনে ৭টি। গত চার মাসে ছিনতাইকারীর হাতে প্রাণ গেছে সাতজনের। অপরাধ বিশ্লেষকেরা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর নিষ্ক্রিয়তায় বেপরোয়া হয় উঠেছে ছিনতাইকারীরা।

সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর পক্ষ থেকে এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে জোরালো কার্যকর ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। যখন এই ধরনের বাস্তবতা তৈরি হবে, তখন অপরাধ প্রবণতা বাড়বে।’

ডিএমপির গণমাধ্যম বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, অপরাধ নিমূর্লে আমাদের তৎপরতা অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা শাখার সদস্যরাও কাজ করছে। আপরাধীদের আইনের আওতায় আনতে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি।’

ছিনতাই প্রতিরোধে চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে বলে দাবি করেছেন পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর নিষ্ক্রিয়তা

রাজধানীতে বেপরোয়া ছিনতাইয়ের ঘটনা অস্বাভাবিক হারে বাড়ছে

সোলায়মান হোসেন
Update Time : ০১:১৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টি.এস.সি ,ফুলার রোড,পলাশীর মোড় ও আশেপাশের এলাকায় প্রায় প্রতিদিনই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ভুক্তভুগি নগরবাসীরা এই ঘৃনিত অপরাধের কাছে পুরোপুরি অসহায়। ভুক্তভুগি নাগরিকরা ছিনতাইয়ের মামলা করতে থানায় গেলে জানতে পারে এই আধুনিক বিশ্বের উন্নয়নশীল বাংলাদেশের আইনে নাকি বেপরোয়া ছিনতাই এর নামে কোন আইন ও দন্ডবিধি নেই। যার সুযোগে এই আধুনিক বিশ্বের অন্যতম উন্নয়নশীল দেশ বাংলাদেশ ছিনতাইকারীদের কাছে স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

রাজধানীতে দুর্ধর্ষ হয়ে উঠেছে ছিনতাইকারীরা। প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে ছিনিয়ে নিচ্ছে সবকিছু। গত আড়াই মাসে রাজধানীতে হওয়া ৫৪ ছিনতাই মামলার বেশিরভাগের চিত্রই এক। ১৭ ডিসেম্বর ভোর ৪টা ৩২ মিনিটি। রাজধানীর কলাবাগানের লেকসার্কস ডলফিন গলি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এক দম্পতি। মোটরসাইকেলে এসে বড় চাপাতি বের করে মহিলার কাঁধে থাকা ব্যাগের বেল্ট কেটে ছিনিয়ে নেয় সেটি। চাপাতির ভয় দেখিয়ে নিয়ে নেয় সঙ্গে থাকা সব কিছুই। ছেলেটির ফোন ছিনিয়ে নিতে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে ছিনতাইকারীরা।

ভুক্তভোগী জ্যোতি বসু চাকমা বলেন, তিনজন আমাদের সামনে আসে। দুজনের হাতে চাপাতি ছিল। তারা আমার স্ত্রীকে চাপাতি দিয়ে আঘাত করে। তার কাছ থেকে মোবাইল ও হাতে থাকা আংটি নিয়ে নেয়।’

এ ঘটনার ফুটেজ খুঁজতে গিয়ে একই জায়গায় ১৪ ডিসেম্বর ভোরেও এক নারীকে হেনস্তা ও চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনাও সামনে আসে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী রবি। রাজধানীর আসাদগেটে এক বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে গত ২১ ডিসেম্বর রাতে প্রকাশ্যেই চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাইকারীরা তার সব ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী এনামুল হক রবি বলেন, বাম হাতে গভীরভাবে কেটেছে। মাথা ও হাতে ২৪টি সেলাই পড়েছে।

ডিএমপির তথ্য বলছে, অক্টোবরে রাজধানীতে ছিনতাইয়ের মামলাই হয়েছে ২০টি। নভেম্বরে ২৭টি। আর ডিসেম্বের ১০ দিনে ৭টি। গত চার মাসে ছিনতাইকারীর হাতে প্রাণ গেছে সাতজনের। অপরাধ বিশ্লেষকেরা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর নিষ্ক্রিয়তায় বেপরোয়া হয় উঠেছে ছিনতাইকারীরা।

সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর পক্ষ থেকে এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে জোরালো কার্যকর ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। যখন এই ধরনের বাস্তবতা তৈরি হবে, তখন অপরাধ প্রবণতা বাড়বে।’

ডিএমপির গণমাধ্যম বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, অপরাধ নিমূর্লে আমাদের তৎপরতা অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা শাখার সদস্যরাও কাজ করছে। আপরাধীদের আইনের আওতায় আনতে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি।’

ছিনতাই প্রতিরোধে চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে বলে দাবি করেছেন পুলিশের এই কর্মকর্তা।