রাজধানীতে চলছে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

- Update Time : ০৫:৪১:০০ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৩ Time View
‘সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ রাজধানীতে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। শনিবার বেলা তিনটার পর থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের এবং মোহাম্মদপুর টাউন হলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশ শুরু হয়।
ঢাকা দক্ষিণের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়াও রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।
সমাবেশ শুরুর আগ থেকেই নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে শুরু করেন। তিনটার পর থেকে শান্তি সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। একের পর এক নেতারা এখানে বক্তব্য রাখছেন।
অন্যদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশে উপস্থিত রয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।