রাজধানীতে গভীর রাতে জুয়েলারি দোকান থেকে ‘৫০০ ভরি’ স্বর্ণালংকার চুরি

- Update Time : ০১:০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ৪০২ Time View
রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলে একটি জুয়েলারি দোকান থেকে প্রায় ‘৫০০ ভরি ’স্বর্ণালংকার চুরির অভিযোগ পাওয়া গেছে।
দোকান মালিকের দাবি, বুধবার গভীর রাতে এই স্বর্ণালংকার চুরি হয়।
এর মধ্যে ৪০০ ভরি দোকানের নিজস্ব স্বর্ণালংকার। আর ১০০ ভরি বন্ধকী স্বর্ণালংকার।
এ ব্যাপারে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, মালিবাগের ফরচুন শপিং মলের দ্বিতীয় তলায় শম্পা জুয়েলার্স। এই দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে বলে দোকান মালিক অভিযোগ করেছেন।
শপিং মলের পেছনের তৃতীয় তলার জানালার গ্রিল ভাঙা দেখা গেছে জানিয়ে তিনি বলেন, ধারণা করা হচ্ছে, এখান দিয়েই চোর শপিং মলের ভেতরে ঢোকে। পরে তারা দ্বিতীয় তলার শম্পা জুয়েলার্সের শাটার ভাঙে। দোকানের ভেতরে ঢুকে শোকেসে রাখা স্বর্ণালংকার তারা চুরি করে নিয়ে যায়। সিসিটিভি ক্যামেরা দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারিনি পুলিশ। চুরির খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম জানিয়েছেন, চুরি হওয়া সোনার পরিমাণ নিয়ে বিভ্রান্তি আছে। ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরায় দেখা যায়, রাত ৩টা ১০ মিনিটের দিকে শপিং মলের পেছনের তৃতীয় তলার জানালার গ্রিল ভাঙা। এ ঘটনায় শপিং মলের ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়