অনাকাঙ্খিত যানজটে ডিএমপির দুঃখ প্রকাশ
- Update Time : ০২:০০:৪০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ৫৪৩ Time View
শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও রাজধানী ঢাকায় যান চলাচল স্বাভাবিক রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে অনাকাঙ্ক্ষিত কারণে যানজট বেড়ে যাওয়ার কারণে যে জনভোগান্তি তৈরি হয়েছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডিএমপি।
রোববার (২ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে আজ রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সংগঠন ও গোষ্ঠী একযোগে কর্মসূচি আরম্ভ করে। এতে করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বিঘ্নিত হওয়ায় রাজধানীর কোথাও কোথাও ব্যাপক জনভোগান্তি ও তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
এমপিওভুক্তির দাবিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তকরণ, স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তকরণের দাবিতে প্রেসক্লাবের সামনে বেশ কয়েকটি সংগঠন অবস্থান করছে।
এছাড়া চাকুরীপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নন-ক্যাডারে নিয়োগ দেওয়ার জন্য সড়ক অবরোধ করে আন্দোলন চলছে। যার ফলে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না।
শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অনাকাঙ্ক্ষিত কারণে যানজট বেড়ে যাওয়ার কারণে যে জনভোগান্তি তৈরি হয়েছে সেজন্য ডিএমপি আন্তরিকভাবে দুঃখিত।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়




























































































































