ফলোআপ
রাজউকের নোটিশেও ঘুম ভাঙেনি এনডিই’র

- Update Time : ০৮:৩৯:১০ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
- / ১২০ Time View
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ডেভেলপার কোম্পানী ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারসকে বিধিবর্হিভূতভাবে বাণিজ্যিক কার্যালয় পরিচালনার অভিযোগে কারণ দর্শানো নোটিশ করেছে। রাজউকের নোটিশকে কোন পাত্তাই দেয়নি এনডিই।
এনডিই’র এডমিন কর্মকর্তার ভাষ্য, বনানী আবাসিক এলাকার সি ব্লকের ৪ নম্বর সড়কে ২২ নম্বর প্লটে নির্মিত ভবনের মালিক এনডিই না। সে কারণে এ বিষয়ে তারা কিছু বলতে পারবে না। অথচ এর আগে বক্তব্যে তিনি নওরোজকে জানিয়েছিলেন, ওই ভবনে তারা ছোট একটি অফিস চালান। তবে ভবনের মালিকানার বিষয়ে তখন কিছু জানাননি।
‘আবাসিকে এনডিই’র বাণিজ্যিক কার্যালয়, কোটি টাকা রাজস্ব ফাঁকি’ শিরোনামে দৈনিক নওরোজে গত ১৭ নভেম্বর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর রাজউক বিধি মোতাবেক নোটিশ দেয়।
রাজউক কর্তৃপক্ষ জানায়, বনানী আবাসিক এলাকায় ডেভেলপার কোম্পানী এনডিই বিধিবর্হিভূতভাবে বাণিজ্যিক কার্যালয় পরিচালনা করছে। নওরোজে প্রতিবেদনের পর সরজমিনে বিষয়টি তাদের নজরে এসেছে। আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যালয় পরিচালনার জবাব চেয়ে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে জবাব দেওয়ার কথা থাকলেও এখনো কোন জবাব আসেনি।
এ বিষয়ে রাজউকের জোন-৪ এর অথরাইজড অফিসার মো. কায়সার পারভেজ নওরোজকে বলেন, এনডিই এখন পর্যন্ত নোটিশের জবাব দেয়নি। তাদেরকে ২ নম্বর নোটিশ দেওয়া হবে।