ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাঙ্গাবালীতে মহান বিজয় দিবস উদযাপন

ফিরোজ ফরাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • Update Time : ০৮:৫৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • / ৫৮ Time View

রাঙ্গাবালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

পরে সকাল ৮টায় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান, পরে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারৎ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদারসহ অন্যান্য রাজনৈতিক দল এবং সরকারি-বেসরকারি সংস্থা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধণা দেওয়া হয়।

দুপুরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে ফুল ও উপহার দিয়ে সংবর্ধনা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসানসহ অতিথিরা।

এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা প্রাঙ্গণে ‘বিজয় মেলা’ বসেছে। দিনব্যাপী এ মেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন। বিজয় দিবসকে উৎসবমুখর করতে এ আয়োজন করা হয়। মেলার স্টলে স্টলে প্রদর্শন করা হয় স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য। স্টলগুলোতে ছিল কৃষি, মৃৎশিল্প, হস্তশিল্প ও কুটির শিল্পের নানা পণ্য। মেলায় দেখা গেছে নকশীকাঁথা, পিঠেপুলি, শীতবস্ত্র, শিশুদের হরেকরকম খেলনা, ইলেকট্রনিক পণ্য ও জলবায়ু সহিষ্ণু পদ্ধতিতে উৎপাদিত পণ্য। এ মেলা দেখতে ভির জমায় দর্শনার্থীরা।

Please Share This Post in Your Social Media

রাঙ্গাবালীতে মহান বিজয় দিবস উদযাপন

ফিরোজ ফরাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
Update Time : ০৮:৫৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

রাঙ্গাবালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

পরে সকাল ৮টায় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান, পরে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারৎ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদারসহ অন্যান্য রাজনৈতিক দল এবং সরকারি-বেসরকারি সংস্থা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধণা দেওয়া হয়।

দুপুরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে ফুল ও উপহার দিয়ে সংবর্ধনা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসানসহ অতিথিরা।

এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা প্রাঙ্গণে ‘বিজয় মেলা’ বসেছে। দিনব্যাপী এ মেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন। বিজয় দিবসকে উৎসবমুখর করতে এ আয়োজন করা হয়। মেলার স্টলে স্টলে প্রদর্শন করা হয় স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য। স্টলগুলোতে ছিল কৃষি, মৃৎশিল্প, হস্তশিল্প ও কুটির শিল্পের নানা পণ্য। মেলায় দেখা গেছে নকশীকাঁথা, পিঠেপুলি, শীতবস্ত্র, শিশুদের হরেকরকম খেলনা, ইলেকট্রনিক পণ্য ও জলবায়ু সহিষ্ণু পদ্ধতিতে উৎপাদিত পণ্য। এ মেলা দেখতে ভির জমায় দর্শনার্থীরা।