ব্রেকিং নিউজঃ
রাঙ্গাবালীতে অপারেশন কম্বিং, জাল পুড়িয়ে ধ্বংস

মোঃ ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী)
- Update Time : ০২:২৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / ৪৯ Time View
মৎস্য সম্পদ ধ্বংসকারী ক্ষতিকর জাল অপসারণে চলা বিশেষ কম্বিং অপারেশনের সপ্তম দিন পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে।
শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন রাজু এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ওইদিন দিনভর উপজেলার রাবনাবাদ নদী, জাহাজমারা, সোনারচর ও বঙ্গোপসাগর মোহনায় অভিযান পরিচালনা করা হয়।
রাঙ্গাবালী থানা পুলিশের সহযোগিতায় মৎস্য বিভাগের চালানো অভিযানে তিন লক্ষ মিটার অবৈধ বেড় জাল, চরঘেরা জাল ও বেহুন্দি জাল জব্দ করা হয়।
আনুমানিক ৬০ লক্ষ টাকা মূল্যের এসব অবৈধ জাল শনিবার রাতেই জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।