রসিককে ‘জিরো বাজেট সিটি কর্পোরেশন’ ঘোষণা ছাত্র-জনতার

- Update Time : ০১:৪৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ৪২ Time View
রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) নাম পরিবর্তন করে ‘জিরো বাজেট সিটি কর্পোরেশন’ নাম দিয়েছে আন্দোলনরত ছাত্র-জনতা। এসময় উত্তরবঙ্গের প্রতি বাজেট বৈষম্য নিরসনে দুই দফা বাস্তবায়নের দাবি জানান তারা।
বুধবার (৩০ জুলাই) দুপুরে রংপুর সিটি কর্পোরেশন অভিমুখে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে এ নামকরণ করা হয়।
কর্মসূচি থেকে উত্তরবঙ্গের প্রতি রাষ্ট্রীয় অগ্রাধিকারহীনতা ও শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্পসহ প্রতিটি খাতে বাজেট বৈষম্য নিরসন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরের জোরালো দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা।
‘উত্তরবঙ্গ বৈষম্য নিরসন আন্দোলন’ ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের সাবেক মুখ্য সংগঠক নাহিদ হাসান খন্দকার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাবেক সমন্বয়ক শাহরিয়ার সোহাগ, শিক্ষার্থী রিনা মুরমু, সংগঠক তৌহিদুর রহমানসহ অন্যরা।
বক্তারা বলেন, দেশে যখনই বৃহৎ আন্দোলনের ডাক দেয়া হয়, তখনই সবার আগে ঝাঁপিয়ে পড়ে উত্তরের মানুষ। শহীদ শংকু থেকে শুরু করে আবু সাঈদরা তাদের আত্মত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। সেখানে বরাবরের মতো এই উত্তরাঞ্চলের রংপুর বিভাগ বঞ্চিত। যখন লাশ লাগে তখন রংপুরকে প্রয়োজন হয়। আর বাজেটের কথা আসলে আমাদের বুড়ো আঙ্গুল দেখানো হয়। ঢাকা-চট্টগ্রামসহ অন্য সিটি কর্পোরেশনকে বাজেট দেয়া হয় হাজার কোটি টাকা, আর রংপুর সিটি কর্পোরেশন একটি টাকাও বাজেট পায় না। অনন্তকালের এই বৈষম্য কেন চলে আসছে?
তারা আরও বলেন, রংপুরবাসীর লজ্জা পাওয়া উচিত। আমাদের সাথে এমন বৈষম্য করা হচ্ছে আর আমরা চুপচাপ ঘরে বসে আছি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কথা কাজে মিল পেলাম না আমরা। তিনি বলেছিলেন রংপুর হবে দেশের এক নম্বর জেলা। কিন্তু বাস্তবে রংপুর দেশের সবচেয়ে অবহেলিত বিভাগ।
সমাবেশ শেষে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা রংপুর সিটি কর্পোরেশনের মূল ফটকের সাইনবোর্ডে “জিরো বাজেট সিটি কর্পোরেশন” নামে একটি ব্যানার সাঁটিয়ে দেন।
এর আগে, মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উত্তরবঙ্গের অনন্তকালের বাজেট বৈষম্য নিরসন ও এ অঞ্চলের সার্বিক (অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত) উন্নয়ন নিশ্চিতে একটি স্বতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করার দাবিতে রংপুর জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করে আন্দোলনরত ছাত্র-জনতা।
সোমবার (২৮ জুলাই) ব্লকেড কর্মসূচি থেকে দুই দফা দাবি বাস্তবায়নে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন তারা। দাবি আদায় না হলে অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারি বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। পাশপাশি দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে সকল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হবে বলে জানান এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক শাহরিয়ার সোহাগ।