ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিট বাণিজ্য ধর্ষণের বিরুদ্ধে কুবিতে মানববন্ধন 

রমজান উপলক্ষে ঢাকা রিজেন্সি-তে ইফতার মাহফিলের আয়োজন

প্রেস বিজ্ঞপ্তি
  • Update Time : ০৫:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩০ Time View

পবিত্র রমজান মাসের আগমনী বার্তা নিয়ে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আত্মিক প্রশান্তি ও রুচিশীল খাবারের এক অনন্য অভিজ্ঞতায় অংশ নিতে। ঐতিহ্য, আন্তরিকতা ও আতিথেয়তার মেলবন্ধনে ঢাকা রিজেন্সি রমজানের প্রকৃত সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে প্রস্তুত।

আটটি চমৎকার ভেন্যুর অপূর্ব বিন্যাস যার ধারণক্ষমতা ২০ জন থেকে ৬০০ জন পর্যন্ত; এই ভেন্যুগুলো নিয়ে ঢাকা রিজেন্সি অতিথিদের সামাজিক অথবা কর্পোরেট ইফতার আয়োজনকে পরিণত করবে এক অবিস্মরণীয় মিলনমেলায়। ছোট পরিসরের সামাজিক / পারিবারিক আয়োজন হোক বা বৃহৎ কর্পোরেট গেট-টুগেদার, ঢাকা রিজেন্সির লাক্সারিয়াস ও সুসজ্জিত ভেন্যুগুলো নিশ্চিত করবে নির্বিঘ্ন ও আনন্দময় এক অভিজ্ঞতা। শহরের অন্যতম সেরা ভেন্যুগুলোর মধ্যে রয়েছে আকর্ষণীয় বলরুম ‘সেলিব্রেশন হল’, এছাড়াও এই রমজানে ঢাকা রিজেন্সি খাবারপ্রেমীদের জন্য এক অনন্য সুযোগ নিয়ে এসেছে, যেখানে তারা ইফতার ও কাপল ক্যান্ডেললাইট ইফতারের স্বাদ উপভোগ করতে পারবেন খোলা আকাশের নিচে, সবুজ ছোঁয়ায় সমৃদ্ধ রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে। একসঙ্গে ১ হাজার অতিথিকে স্বাগত জানানোর মতো সুবিশাল পরিসর, অত্যাধুনিক সুবিধা এবং দক্ষ স্টাফদের তত্ত্বাবধানে প্রতিটি আয়োজন হয়ে উঠবে স্মরণীয়।

ঢাকা রিজেন্সি নিয়ে এসেছে বিশেষ ইফতার ব্যাংকুয়েট প্যাকেজ; যেখানে থাকছে ঐতিহ্যবাহী, কন্টিনেন্টাল ও আরবীয় স্বাদের বিশেষ মেনু, কর্পোরেট ইফতার আয়োজনে বিনামূল্যে ভেন্যু, প্রশস্ত ও নান্দনিক ব্যাংকুয়েট হল, ইভেন্ট অনুযায়ী কাস্টমাইজড সেটআপ ও ডেডিকেটেড সার্ভিস, ঈদ উপহারসহ আরও নানা চমক! সঙ্গে সিগনেচার মেন্যু হিসেবে, ঢাকা রিজেন্সি সবচেয়ে জনপ্রিয় অ্যারাবিয়ান ইফতার প্যাকেজ ‘শাহন-আল-ইফতার’ অফার করছে, যা ১২-১৫ জনের জন্য একদম পারফেক্ট।

Please Share This Post in Your Social Media

রমজান উপলক্ষে ঢাকা রিজেন্সি-তে ইফতার মাহফিলের আয়োজন

প্রেস বিজ্ঞপ্তি
Update Time : ০৫:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

পবিত্র রমজান মাসের আগমনী বার্তা নিয়ে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আত্মিক প্রশান্তি ও রুচিশীল খাবারের এক অনন্য অভিজ্ঞতায় অংশ নিতে। ঐতিহ্য, আন্তরিকতা ও আতিথেয়তার মেলবন্ধনে ঢাকা রিজেন্সি রমজানের প্রকৃত সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে প্রস্তুত।

আটটি চমৎকার ভেন্যুর অপূর্ব বিন্যাস যার ধারণক্ষমতা ২০ জন থেকে ৬০০ জন পর্যন্ত; এই ভেন্যুগুলো নিয়ে ঢাকা রিজেন্সি অতিথিদের সামাজিক অথবা কর্পোরেট ইফতার আয়োজনকে পরিণত করবে এক অবিস্মরণীয় মিলনমেলায়। ছোট পরিসরের সামাজিক / পারিবারিক আয়োজন হোক বা বৃহৎ কর্পোরেট গেট-টুগেদার, ঢাকা রিজেন্সির লাক্সারিয়াস ও সুসজ্জিত ভেন্যুগুলো নিশ্চিত করবে নির্বিঘ্ন ও আনন্দময় এক অভিজ্ঞতা। শহরের অন্যতম সেরা ভেন্যুগুলোর মধ্যে রয়েছে আকর্ষণীয় বলরুম ‘সেলিব্রেশন হল’, এছাড়াও এই রমজানে ঢাকা রিজেন্সি খাবারপ্রেমীদের জন্য এক অনন্য সুযোগ নিয়ে এসেছে, যেখানে তারা ইফতার ও কাপল ক্যান্ডেললাইট ইফতারের স্বাদ উপভোগ করতে পারবেন খোলা আকাশের নিচে, সবুজ ছোঁয়ায় সমৃদ্ধ রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে। একসঙ্গে ১ হাজার অতিথিকে স্বাগত জানানোর মতো সুবিশাল পরিসর, অত্যাধুনিক সুবিধা এবং দক্ষ স্টাফদের তত্ত্বাবধানে প্রতিটি আয়োজন হয়ে উঠবে স্মরণীয়।

ঢাকা রিজেন্সি নিয়ে এসেছে বিশেষ ইফতার ব্যাংকুয়েট প্যাকেজ; যেখানে থাকছে ঐতিহ্যবাহী, কন্টিনেন্টাল ও আরবীয় স্বাদের বিশেষ মেনু, কর্পোরেট ইফতার আয়োজনে বিনামূল্যে ভেন্যু, প্রশস্ত ও নান্দনিক ব্যাংকুয়েট হল, ইভেন্ট অনুযায়ী কাস্টমাইজড সেটআপ ও ডেডিকেটেড সার্ভিস, ঈদ উপহারসহ আরও নানা চমক! সঙ্গে সিগনেচার মেন্যু হিসেবে, ঢাকা রিজেন্সি সবচেয়ে জনপ্রিয় অ্যারাবিয়ান ইফতার প্যাকেজ ‘শাহন-আল-ইফতার’ অফার করছে, যা ১২-১৫ জনের জন্য একদম পারফেক্ট।