ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সূচনা মেমোরিয়াল ট্রাস্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু রংপুরে অসুস্থ বাবাকে হাসপাতালে রেখে ঢাকায় এসে হলেন ২৬ খণ্ড ড্রামে পাওয়া ২৬ টুকরো লাশটি রংপুরের আশরাফুলের, বন্ধুর সঙ্গে গিয়েছিলেন ঢাকায় আর্জেন্টিনা ও আয়ারল্যান্ডে দূতাবাস খুলছে বাংলাদেশ বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা দেশে গণতন্ত্র ফেরাতে নির্বাচনই একমাত্র বিকল্প : মির্জা ফখরুল প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন : সালাহউদ্দিন স্ত্রীসহ সাংবাদিক সুভাষ সিংহ রায়ের ‎ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘লোকের দুটি বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না!’ ৩০১ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা, রেকর্ডে ভাসছে বাংলাদেশ

রবিবার থেকে ক্লাসে ফিরছেন ঢাবির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা

জাননাহ, ঢাবি প্রতিনিধি
  • Update Time : ১০:৫৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৩৪২ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা আগামীকাল (রবিবার) থেকে রুটিন অনুযায়ী ক্লাসে অংশগ্রহণ করবেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অভ্যন্তরীণ বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত সপ্তাহের শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর বিভাগের এক শিক্ষার্থীর অধ্যাপক ড. নাদির জুনাইদের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ দিলে রবিবার থেকে ক্লাস বর্জন করে বিভাগের শিক্ষার্থীরা।

পরে গত সোমবার বিশ্ববিদ্যালয় থেকে নাদির জুনাইদকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালে আন্দোলনকারী শিক্ষার্থীরা আন্দোলনের জন্য তাদের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না এমন লিখিত নিরাপত্তা আশ্বাস চান বিভাগের চেয়ারম্যানের কাছে।

পরে গত বৃহস্পতিবার বিকেলে বিভাগের একাডেমিক কমিটির বৈঠক শেষে শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া হবে এমন লিখিত আশ্বাস দেন বিভাগের চেয়ারম্যান। তারই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা রবিবার থেকে রুটিন অনুযায়ী ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন।

এক বার্তায় শিক্ষার্থীরা জানান, রবিবার সকাল সাড়ে ৮টা থেকেই বিভাগের ১৩ থেকে ১৭ ব্যাচের শিক্ষার্থীরা ক্লাসে ফিরবেন। রুটিন অনুযায়ী ক্লাসে অংশ নেবেন।

তবে রবিবার সকাল ১০ টায় মধুর ক্যান্টিনের সামনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হবে। সেখানে আন্দোলনের বর্তমান ও ভবিষ্যৎ দাবি সম্পর্কে গণমাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরা হবে।

Please Share This Post in Your Social Media

রবিবার থেকে ক্লাসে ফিরছেন ঢাবির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা

জাননাহ, ঢাবি প্রতিনিধি
Update Time : ১০:৫৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা আগামীকাল (রবিবার) থেকে রুটিন অনুযায়ী ক্লাসে অংশগ্রহণ করবেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অভ্যন্তরীণ বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত সপ্তাহের শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর বিভাগের এক শিক্ষার্থীর অধ্যাপক ড. নাদির জুনাইদের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ দিলে রবিবার থেকে ক্লাস বর্জন করে বিভাগের শিক্ষার্থীরা।

পরে গত সোমবার বিশ্ববিদ্যালয় থেকে নাদির জুনাইদকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালে আন্দোলনকারী শিক্ষার্থীরা আন্দোলনের জন্য তাদের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না এমন লিখিত নিরাপত্তা আশ্বাস চান বিভাগের চেয়ারম্যানের কাছে।

পরে গত বৃহস্পতিবার বিকেলে বিভাগের একাডেমিক কমিটির বৈঠক শেষে শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া হবে এমন লিখিত আশ্বাস দেন বিভাগের চেয়ারম্যান। তারই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা রবিবার থেকে রুটিন অনুযায়ী ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন।

এক বার্তায় শিক্ষার্থীরা জানান, রবিবার সকাল সাড়ে ৮টা থেকেই বিভাগের ১৩ থেকে ১৭ ব্যাচের শিক্ষার্থীরা ক্লাসে ফিরবেন। রুটিন অনুযায়ী ক্লাসে অংশ নেবেন।

তবে রবিবার সকাল ১০ টায় মধুর ক্যান্টিনের সামনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হবে। সেখানে আন্দোলনের বর্তমান ও ভবিষ্যৎ দাবি সম্পর্কে গণমাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরা হবে।