ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রণবীর যে কারণে ‘অ্যানিম্যাল’র পারিশ্রমিক কম নিয়েছেন

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ০৭:২৪:০১ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
  • / ২৭৮ Time View

বলিউডের অন্যতম খ্যাতনামা চলচ্চিত্র পরিবারের সন্তান রণবীর কাপুর। তার ভেতরে বংশগতভাবে রয়েছে অভিনয়।

পরিবারের বেশির ভাগ সদস্যের মতো অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন রণবীর। অভিনয়শিল্পী হিসেবে মেধার দিক থেকে কমতি না থাকলেও রণবীরের ঝুলিতে গত কয়েক বছরে হিট সিনেমার সংখ্যা হাতেগোনা।

অভিনয় তিনি খারাপ করছেন না বটে, তবে তার বেশির ভাগ সিনেমাই বক্স অফিস ব্যবসায়ীভাবে তেমনভাবে আলোচনায় আসতে পারেনি। এ দিকে স্ত্রী আলিয়া ভাট বলিউডে শক্ত অবস্থান করে হলিউডেও পা রেখেছেন।

বলা চলে আলিয়ার সঙ্গে সাফল্যের বিচারে বেশ পিছিয়েই পড়েছেন রণবীর। তবে গত বছর ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান– শিবা’ ও চলতি বছরে ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ সিনেমার সাফল্যের সৌজন্যে বক্স অফিসে কিছুটা হলেও থিতু হয়েছেন রণবীর।

এবার পালা ‘অ্যানিম্যাল’-এর। আগামী ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে ‘কবীর সিংহ’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার এ সিনেমা।

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমার ট্রেলার । এটি দেখে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে দর্শকের মধ্যে। বক্স অফিসে কেমন ফল করবে ‘অ্যানিম্যাল’? তা নিয়ে এখনই ভবিষ্যদ্বাণী করা না গেলেও নিজের আখের মোটামুটি গুছিয়ে রেখেছেন রণবীর কাপুর।

‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান– শিবা’ ও চলতি বছরে ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এর সাফল্যের পর নিজের পারিশ্রমিক বাড়িয়ে ৭০ কোটি করেছিলেন রণবীর।

তবে জানা গেছে, ‘অ্যানিম্যাল’-এর জন্য নাকি ৭০ কোটি রুপি পারিশ্রমিক নেননি তারকা। তার প্রায় অর্ধেক পারিশ্রমিকেই নাকি কাজ করেছেন তিনি।

পারিশ্রমিক হিসেবে ৩০-৩৫ কোটি রুপি নিলেও সিনেমার পরে নাকি শাহরুখ খানের মতোই লভ্যাংশের দাবি রেখেছেন রণবীর। অর্থাৎ সিনেমা বক্স অফিসে সাফল্য পেলে সেই লভ্যাংশের কিছুটা পাবেন তিনি।

শোনা যাচ্ছে, রণবীর ৩০-৩৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে বাকি অর্থ সিনেমার পোস্ট-প্রোডাকশন ও ভিএফএক্সের কাজে লাগানোর দাবি রেখেছেন। প্রচার ঝলক থেকেই স্পষ্ট, ভায়োলেন্সে ভরপুর একটি সিনেমা হতে যাচ্ছে ‘অ্যানিম্যাল’।

সেই সিনেমা যাতে নিখুঁতভাবে পরিবেশন করা যায় দর্শকের কাছে, তা নিশ্চিত করতে চান রণবীর। সে কথা ভেবেই নাকি এ পদক্ষেপ তারকার। এ সিনেমায় রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বেঁধেছেন রণবীর।

সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিল কাপুর ও ববি দেওল। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘অ্যানিম্যাল’। সিনেমাটির জন্য রণবীর ভক্তরা অপেক্ষায় রয়েছেন।

Please Share This Post in Your Social Media

রণবীর যে কারণে ‘অ্যানিম্যাল’র পারিশ্রমিক কম নিয়েছেন

নওরোজ বিনোদন ডেস্ক
Update Time : ০৭:২৪:০১ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩

বলিউডের অন্যতম খ্যাতনামা চলচ্চিত্র পরিবারের সন্তান রণবীর কাপুর। তার ভেতরে বংশগতভাবে রয়েছে অভিনয়।

পরিবারের বেশির ভাগ সদস্যের মতো অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন রণবীর। অভিনয়শিল্পী হিসেবে মেধার দিক থেকে কমতি না থাকলেও রণবীরের ঝুলিতে গত কয়েক বছরে হিট সিনেমার সংখ্যা হাতেগোনা।

অভিনয় তিনি খারাপ করছেন না বটে, তবে তার বেশির ভাগ সিনেমাই বক্স অফিস ব্যবসায়ীভাবে তেমনভাবে আলোচনায় আসতে পারেনি। এ দিকে স্ত্রী আলিয়া ভাট বলিউডে শক্ত অবস্থান করে হলিউডেও পা রেখেছেন।

বলা চলে আলিয়ার সঙ্গে সাফল্যের বিচারে বেশ পিছিয়েই পড়েছেন রণবীর। তবে গত বছর ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান– শিবা’ ও চলতি বছরে ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ সিনেমার সাফল্যের সৌজন্যে বক্স অফিসে কিছুটা হলেও থিতু হয়েছেন রণবীর।

এবার পালা ‘অ্যানিম্যাল’-এর। আগামী ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে ‘কবীর সিংহ’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার এ সিনেমা।

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমার ট্রেলার । এটি দেখে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে দর্শকের মধ্যে। বক্স অফিসে কেমন ফল করবে ‘অ্যানিম্যাল’? তা নিয়ে এখনই ভবিষ্যদ্বাণী করা না গেলেও নিজের আখের মোটামুটি গুছিয়ে রেখেছেন রণবীর কাপুর।

‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান– শিবা’ ও চলতি বছরে ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এর সাফল্যের পর নিজের পারিশ্রমিক বাড়িয়ে ৭০ কোটি করেছিলেন রণবীর।

তবে জানা গেছে, ‘অ্যানিম্যাল’-এর জন্য নাকি ৭০ কোটি রুপি পারিশ্রমিক নেননি তারকা। তার প্রায় অর্ধেক পারিশ্রমিকেই নাকি কাজ করেছেন তিনি।

পারিশ্রমিক হিসেবে ৩০-৩৫ কোটি রুপি নিলেও সিনেমার পরে নাকি শাহরুখ খানের মতোই লভ্যাংশের দাবি রেখেছেন রণবীর। অর্থাৎ সিনেমা বক্স অফিসে সাফল্য পেলে সেই লভ্যাংশের কিছুটা পাবেন তিনি।

শোনা যাচ্ছে, রণবীর ৩০-৩৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে বাকি অর্থ সিনেমার পোস্ট-প্রোডাকশন ও ভিএফএক্সের কাজে লাগানোর দাবি রেখেছেন। প্রচার ঝলক থেকেই স্পষ্ট, ভায়োলেন্সে ভরপুর একটি সিনেমা হতে যাচ্ছে ‘অ্যানিম্যাল’।

সেই সিনেমা যাতে নিখুঁতভাবে পরিবেশন করা যায় দর্শকের কাছে, তা নিশ্চিত করতে চান রণবীর। সে কথা ভেবেই নাকি এ পদক্ষেপ তারকার। এ সিনেমায় রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বেঁধেছেন রণবীর।

সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিল কাপুর ও ববি দেওল। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘অ্যানিম্যাল’। সিনেমাটির জন্য রণবীর ভক্তরা অপেক্ষায় রয়েছেন।