রংপুর কারাগারে এক যুবকের মৃত্যু

- Update Time : ০৪:২৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
- / ১০৩ Time View
রংপুর কেন্দ্রীয় কারাগারে হায়দার আলী (২৩) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক।
নিহত হায়দার আলী রংপুর মহানগরীর নিউ আদর্শপাড়া বেগুনটারি এলাকার নূর ইসলামের ছেলে। সে এনজিআর (ছোট ধরণের) অপরাধে কারাগারে আটক ছিলেন।
এদিকে সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, হাজতি হায়দার আলী সকালে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে সে মারা গেছেন।
তিনি আরও জানান, মৃত হায়দার আলী চারদিন আগে একটি এনজিআর মামলায় কারাগারে আসেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে, কি কারণে ওই হাজতির মৃত্যু হয়েছে।