রংপুর ও সৈয়দপুরে এফওএইচ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

- Update Time : ০৭:১৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / ১৬৫ Time View
রংপুর ও সৈয়দপুরে এফওএইচ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আমেরিকার অর্থে পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অংশ নেয় সেখানকার স্কুলসহ এফওএইচ পরিচালিত কোচিং সেন্টার ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীরা।
ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন আবদুল করিম ঝাণ্ডা। তিনি এফওএইচ এর সভাপতি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলার শিক্ষা অফিসার জনাব জাকির হোসেন সরকার এবং বিশেষ অতিথি ছিলেন এফওএইচ এর বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডাইরেক্টর সৈয়দ ওসামা জালাল।
এসময় আরও উপস্থিত ছিলেন শাহিন আক্তার শাহিন, সাবেক কাউন্সিলর সৈয়দপুর পৌরসভা, সাবেক কাউন্সিলর মোঃ এরশাদ হোসেন পাপ্পু, মোঃ সরফুদ্দিন খান ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, এফওএইচ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তা কর্মচারীদের ঐকান্তিক চেষ্টা ও পরিশ্রমে রংপুর ও সৈয়দপুরের শিক্ষা আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে। দুই জেলার অবহেলিত ১৬০০ শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা পাচ্ছে। মানব কল্যাণে বিশেষ ভূমিকার জন্য স্কুলের প্রতিষ্ঠাতা আবদুল করিম ঝাণ্ডার প্রশংসা করেন সবাই।
ক্রীড়া প্রতিযোগিতায় যেমন খুশি তেমন সাজো খেলায় হাজারো শিক্ষার্থী অংশ নেয়।
খেলা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জনাব জাকির হোসেন সরকার ও বিশেষ অতিথি সৈয়দ ওসামা জালাল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়