ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে ৫ রাউন্ড গুলিসহ একনলা আগ্নেয়াস্ত্র উদ্ধার

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
  • Update Time : ০৭:২৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ২০০৪ Time View

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকায় অভিযান চালিয়ে একনলা আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।  কে বা কারা অস্ত্রটি সেখানে রেখে গেছে তা নিশ্চিত হওয়ার জন্য ছায়া তদন্ত চলছে বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তাজেদার আলম ফারুকী। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ২৮ অক্টোবর মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ওই এলাকার রবিউল ইসলামের সুপারি ও নারিকেল বাগানে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে কাগজে মোড়ানো অবস্থায় ১টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তাজেদার আলম ফারুকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা অস্ত্রটি সেখানে রেখে গেছে তা নিশ্চিত হওয়ার জন্য ছায়া তদন্ত চলছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি মিঠাপুকুর থানায় সংরক্ষণ করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় কারো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

রংপুরে ৫ রাউন্ড গুলিসহ একনলা আগ্নেয়াস্ত্র উদ্ধার

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
Update Time : ০৭:২৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকায় অভিযান চালিয়ে একনলা আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।  কে বা কারা অস্ত্রটি সেখানে রেখে গেছে তা নিশ্চিত হওয়ার জন্য ছায়া তদন্ত চলছে বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তাজেদার আলম ফারুকী। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ২৮ অক্টোবর মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ওই এলাকার রবিউল ইসলামের সুপারি ও নারিকেল বাগানে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে কাগজে মোড়ানো অবস্থায় ১টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তাজেদার আলম ফারুকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা অস্ত্রটি সেখানে রেখে গেছে তা নিশ্চিত হওয়ার জন্য ছায়া তদন্ত চলছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি মিঠাপুকুর থানায় সংরক্ষণ করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় কারো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।