ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত স্বৈরাচার পতনে ক্রীড়ানকের ভুমিকা পালন করে আবু সাঈদের মৃত্যু পূর্বাচলে ঘোড়ার মাংসসহ আটক ১ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেটে বরাদ্দ বেড়েছে গবেষণা খাতে

রংপুরে ৪০০ গাছের চারা রোপন করল পজিটিভ ফাউন্ডেশন

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
  • Update Time : ০৮:৩৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • / ১৭৩ Time View

ছাত্র-জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশকে সবুজায়নে সাজাতে রংপুরে ৪০০ গাছের চারা রোপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজিটিভ ফাউন্ডেশন’। শহীদ আবু সাঈদের আত্মত্যাগের অনুপ্রেরণা থেকে সুন্দর সবুজ পরিবেশ গড়তে বৃক্ষরোপনের এ কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

রোববার (১১ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত রংপুর নগরীর শাপলা চত্বর থেকে প্রেসক্লাব এবং মডার্ন মোড়ে থেকে তুলা গবেষণা কেন্দ্র সংলগ্ন সড়কসহ বেশকিছু এলাকায় বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়। এ কার্যক্রমে সংগঠনটির প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন।

পজিটিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. হাসান আলী জানান, শুধু বৃক্ষরোপন করলেই হবে না পাশাপাশি বৃক্ষের যত্ন নেওয়া দরকার। আমরা যেসব গাছের চারা রোপণ করেছি, এর সঠিক পরিচর্যা ও যত্ন করা দরকার। তাহলে প্রতিটি গাছ হবে একেকটি শহীদ আবু সাঈদ, যা আমাদের জীবন বাঁচাতে সহযোগিতা করবে। কারণ প্রতিটি আমাদের জন্য আত্মত্যাগ করে।

তিনি আরও জানান, পজিটিভ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে। আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা ও আর্থিক সহযোগিতা করেছে। পাশাপাশি নতুন বাংলাদেশকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে কাজ করেছে স্বেচ্ছাসেবীরা। বর্তমানে বৃক্ষরোপনের পাশাপাশি পুলিশের কর্মবিরতিতে সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। একই সঙ্গে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের খাবার ও পানি দিয়ে সহযোগিতা করছে।

বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- পজিটিভ ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা মো. হোসাইন আলী, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান লাবনী, তানজিনা আক্তার সাহানা , হুমু আক্তার, রুবাইয়া আক্তার প্রমুখ।

পজিটিভ ফাউন্ডেশন ২০২১ সালে একঝাঁক তরুণ উদ্যোমী স্বেচ্ছাসেবী নিয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কাজ করে আসছে। বেকারত্বের অভিশাপ দূরীকরণে ব্যক্তির স্ব-কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কিছু পরিবারকে স্বাবলম্বী করতে ভূমিকা রেখেছে।

Please Share This Post in Your Social Media

রংপুরে ৪০০ গাছের চারা রোপন করল পজিটিভ ফাউন্ডেশন

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
Update Time : ০৮:৩৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪

ছাত্র-জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশকে সবুজায়নে সাজাতে রংপুরে ৪০০ গাছের চারা রোপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজিটিভ ফাউন্ডেশন’। শহীদ আবু সাঈদের আত্মত্যাগের অনুপ্রেরণা থেকে সুন্দর সবুজ পরিবেশ গড়তে বৃক্ষরোপনের এ কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

রোববার (১১ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত রংপুর নগরীর শাপলা চত্বর থেকে প্রেসক্লাব এবং মডার্ন মোড়ে থেকে তুলা গবেষণা কেন্দ্র সংলগ্ন সড়কসহ বেশকিছু এলাকায় বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়। এ কার্যক্রমে সংগঠনটির প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন।

পজিটিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. হাসান আলী জানান, শুধু বৃক্ষরোপন করলেই হবে না পাশাপাশি বৃক্ষের যত্ন নেওয়া দরকার। আমরা যেসব গাছের চারা রোপণ করেছি, এর সঠিক পরিচর্যা ও যত্ন করা দরকার। তাহলে প্রতিটি গাছ হবে একেকটি শহীদ আবু সাঈদ, যা আমাদের জীবন বাঁচাতে সহযোগিতা করবে। কারণ প্রতিটি আমাদের জন্য আত্মত্যাগ করে।

তিনি আরও জানান, পজিটিভ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে। আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা ও আর্থিক সহযোগিতা করেছে। পাশাপাশি নতুন বাংলাদেশকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে কাজ করেছে স্বেচ্ছাসেবীরা। বর্তমানে বৃক্ষরোপনের পাশাপাশি পুলিশের কর্মবিরতিতে সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। একই সঙ্গে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের খাবার ও পানি দিয়ে সহযোগিতা করছে।

বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- পজিটিভ ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা মো. হোসাইন আলী, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান লাবনী, তানজিনা আক্তার সাহানা , হুমু আক্তার, রুবাইয়া আক্তার প্রমুখ।

পজিটিভ ফাউন্ডেশন ২০২১ সালে একঝাঁক তরুণ উদ্যোমী স্বেচ্ছাসেবী নিয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কাজ করে আসছে। বেকারত্বের অভিশাপ দূরীকরণে ব্যক্তির স্ব-কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কিছু পরিবারকে স্বাবলম্বী করতে ভূমিকা রেখেছে।