ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সেনাপ্রধানের সাথে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এর সেক্রেটারির সাক্ষাৎ শিক্ষার্থীদের ‘লাথি-ঘুষি মারা’ সেই ওসি বদলি মামলা জট কমানো, ন্যায় বিচার নিশ্চিত ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আমেরিকা শুল্ক না কমালে দেশের অর্থনীতিতে প্রভাব প্রভাব পড়বে: বাণিজ্য সচিব  টানা দুই বছর ইসরায়েলে হামলা চালাতে সক্ষম ইরান নির্বাচনের সময়সীমা নিয়ে ইসি এখনো অবগত নয়: সিইসি ‘ব্যাচেলর পয়েন্ট’ এর নির্মাতা ও অভিনেতাসহ ৬ জনকে লিগ্যাল নোটিশ সাপের কামড়ে চিকিৎসার অভাবে বাড়ছে প্রাণহানি; দেশে নেই নিজস্ব অ্যান্টিভেনম উৎপাদন স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি,কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি নজরুল বিশ্ববিদ্যালয়ের একমাত্র চিকিৎসাকেন্দ্রে সেবার সংকট

৩০ গ্রাম হেরোইন রাখায় একজনের যাবজ্জীবন

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
  • Update Time : ০৯:৩৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / ৪৭ Time View

রংপুরের মিঠাপুকুরে ৩০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হওয়া মাদক মামলার আসামি মো. নুর মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ঘটনার প্রায় দুই বছর পর এ রায় ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মো. নাজির  এ রায় প্রদান করেন। এসময় যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডে প্রদান করা হয়।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর ‘খ’ সার্কেল মিঠাপুকুরের উপ-পরিদর্শক মো. জামালুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মিঠাপুকুরের খোদ কশিনাথপুর গ্রামে আসামির বসতবাড়ি ঘেরাও করে শয়ন কক্ষে থেকে  ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক মো. জামালুর রহমান বাদী হয়ে মিঠাপুকুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে আসামি জামিলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

মামলায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আসামি মো. নুর মিয়াকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

সরকারপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী পিপি মো. আফতাব উদ্দিন জানান, আসামি একজন চিহ্নিত মাদককারবারি। তাকে ৩০ গ্রাম হেরোইনসহ আটক করেছিল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেছেন। এ রায়ে সরকার পক্ষ সন্তোষ বলে জানান তিনি।

এদিকে আসামিপক্ষে আইনজীবী ছিলেন মো. আরিফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

৩০ গ্রাম হেরোইন রাখায় একজনের যাবজ্জীবন

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
Update Time : ০৯:৩৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

রংপুরের মিঠাপুকুরে ৩০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হওয়া মাদক মামলার আসামি মো. নুর মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ঘটনার প্রায় দুই বছর পর এ রায় ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মো. নাজির  এ রায় প্রদান করেন। এসময় যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডে প্রদান করা হয়।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর ‘খ’ সার্কেল মিঠাপুকুরের উপ-পরিদর্শক মো. জামালুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মিঠাপুকুরের খোদ কশিনাথপুর গ্রামে আসামির বসতবাড়ি ঘেরাও করে শয়ন কক্ষে থেকে  ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক মো. জামালুর রহমান বাদী হয়ে মিঠাপুকুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে আসামি জামিলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

মামলায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আসামি মো. নুর মিয়াকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

সরকারপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী পিপি মো. আফতাব উদ্দিন জানান, আসামি একজন চিহ্নিত মাদককারবারি। তাকে ৩০ গ্রাম হেরোইনসহ আটক করেছিল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেছেন। এ রায়ে সরকার পক্ষ সন্তোষ বলে জানান তিনি।

এদিকে আসামিপক্ষে আইনজীবী ছিলেন মো. আরিফুল ইসলাম।