রংপুরে হিন্দু পল্লীতে হামলার ঘটনায় সাংবাদিক সেলিম গ্রেফতার

- Update Time : ০৭:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / ২৫ Time View
রংপুরের গঙ্গাচড়া উপজেলার একটি হিন্দুপল্লীতে হামলার ঘটনায় হাবিবুর রহমান সেলিম নামে স্থানীয় এক সাংবাদিককে আটক করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে হিন্দুপল্লীতে হামলার ঘটনা উসকে দেওয়ার অভিযোগ পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার(৩ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।
এর আগে গত শনিবার দিবাগত রাতে ওই সাংবাদিককে তার নিজ বাড়ি রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানান, গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুরে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে হামলাকারীদের সরাসরি উসকে দেওয়ার অভিযোগে রংপুর থেকে প্রকাশিত স্থানীয় একটি দৈনিক পত্রিকার পাগলাপীর প্রতিনিধি হাবিবুর রহমান সেলিমকে শনিবার রাতে গ্রেপ্তার করে সেনাবাহিনী।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীদের উসকে দেওয়ার অনেক ভিডিও ও অডিও থাকায় তাকে আটক করে সেনাবাহিনী। জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় সোপর্দ করে। আলদাতে হিন্দুপল্লীতে ভাংচুরের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার হওয়া সাংবাদিক সেলিমের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সোমবার শুনানীর দিন ধার্য করেন। এ ঘটনায় ভুক্তভোগী রবীন্দ্রনাথ রায় বাদী হয়ে গঙ্গাচড়া থানায় গত মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।