ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে সেপটিক ট্যাংকে দম বন্ধ হয়ে ২ শ্রমিকের মৃত্যু

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
  • Update Time : ০৭:২৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
  • / ১৯৭ Time View

রংপুর নগরীতে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ জুন) সকালে নগরীর চেয়ারম্যানের মোড় ছিট কেল্লাবন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন রংপুর সদর উপজেলার হরিদেবপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে হুমায়ূন আহমেদ (৩২) ও নগরীর বক্তিয়ারপুর এলাকার শামসুল হকের ছেলে লিটন মিয়া (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছিট কেল্লাবন্দ এলাকার এনামুল হকের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে বেলা সাড়ে বারোটার দিকে ফায়ার সার্ভিসকর্মীরা সেফটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

এর আগে সকালে নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংকের ভিতরে প্রবেশ করেন রাজমিস্ত্রী হুমায়ূন আহমেদ। সেখানে জমে থাকে গ্যাসে অচেতন হয়ে পড়লে তাকে বাঁচাতে ট্যাংকের নেমে পড়েন আরেক শ্রমিক লিটন মিয়া। সেখানে দুজনেই অক্সিজেন স্বল্পতাসহ জমে থাকা গ্যাসে শ্বাসকষ্টে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই দুই নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে পুলিশ এসে মরদেহগুলো হাজিরহাট থানায় নিয়ে আসে।

বাড়ির মালিক এনামুল হক জানিয়েছেন, সেপটিক  ট্যাংক ২৫ দিন আগে নির্মাণ করা হয়েছিল। কিছু কাজ বাকি থাকায় নির্মাণ শ্রমিকরা কাজ করতে নেমে ছিলেন। দুঃখজনক ভাবে  দম বন্ধ হয়ে মারা গেছেন তারা।

বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব বসুনিয়া বলেন, সেফটিক ট্যাংকের ভেতরে নেমে কাজ করার সময় তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত করে লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি পুলিশ। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ওসি রাজিব বসুনিয়া।

Please Share This Post in Your Social Media

রংপুরে সেপটিক ট্যাংকে দম বন্ধ হয়ে ২ শ্রমিকের মৃত্যু

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
Update Time : ০৭:২৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩

রংপুর নগরীতে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ জুন) সকালে নগরীর চেয়ারম্যানের মোড় ছিট কেল্লাবন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন রংপুর সদর উপজেলার হরিদেবপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে হুমায়ূন আহমেদ (৩২) ও নগরীর বক্তিয়ারপুর এলাকার শামসুল হকের ছেলে লিটন মিয়া (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছিট কেল্লাবন্দ এলাকার এনামুল হকের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে বেলা সাড়ে বারোটার দিকে ফায়ার সার্ভিসকর্মীরা সেফটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

এর আগে সকালে নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংকের ভিতরে প্রবেশ করেন রাজমিস্ত্রী হুমায়ূন আহমেদ। সেখানে জমে থাকে গ্যাসে অচেতন হয়ে পড়লে তাকে বাঁচাতে ট্যাংকের নেমে পড়েন আরেক শ্রমিক লিটন মিয়া। সেখানে দুজনেই অক্সিজেন স্বল্পতাসহ জমে থাকা গ্যাসে শ্বাসকষ্টে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই দুই নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে পুলিশ এসে মরদেহগুলো হাজিরহাট থানায় নিয়ে আসে।

বাড়ির মালিক এনামুল হক জানিয়েছেন, সেপটিক  ট্যাংক ২৫ দিন আগে নির্মাণ করা হয়েছিল। কিছু কাজ বাকি থাকায় নির্মাণ শ্রমিকরা কাজ করতে নেমে ছিলেন। দুঃখজনক ভাবে  দম বন্ধ হয়ে মারা গেছেন তারা।

বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব বসুনিয়া বলেন, সেফটিক ট্যাংকের ভেতরে নেমে কাজ করার সময় তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত করে লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি পুলিশ। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ওসি রাজিব বসুনিয়া।