ব্রেকিং নিউজঃ
রংপুরে সড়কে সিএনজি চালুর দাবিতে চালকদের মানববন্ধন

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
- Update Time : ০৯:২১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
- / ২১৭ Time View
সিএনজির রেজিষ্ট্রেশন ও সড়কে চালুর দাবিতে রংপুর মহানগরীতে মানববন্ধন করেছে সিএনজি শ্রমিক ও মালিকরা।
শুক্রবার (১৭ মে) বেলা ১১ টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন পাঁচ শতাধিক সিএনজি চালক ও মালিক। অংশ নেন তাদের পরিবারের সদস্যরাও।
ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন- বিটুল আহমেদ, কাঞ্চন চৌধুরী, ইলিয়াস আহমেদ, রাকিবুল ইসলাম রাকিব, আনোয়ারুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, হঠাৎ করে সড়কে সিএনজি চলাচল বন্ধ করে দেয়ায় আমরা পরিবার পরিজন নিয়ে না খেয়ে জীবন যাপন করছি। ছেলে মেয়েদের স্কুলের বেতন দিতে পারছি না। খাতা কলম কিনতে পারছি না। আমাদের একমাত্র আয়ের পথ এই সিএনজি।
বক্তারা আরও বলেন, তারা অবিলম্বে সড়কে চলাচল এবং রেজিষ্ট্রেশনের আওতায় আনার দাবি জানান। নাহলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেন তারা।