রংপুরে বর্ণিল আয়োজনে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

- Update Time : ০৬:৩৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / ২৫৬ Time View
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর যুবলীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
শনিবার (১১ নভেম্বর) সুর্যদয়ের সাথে সাথে মহানগর কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন মধ্যদিয়ে মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচীর প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে বেলা সাড়ে ১২টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভা যাত্রা রংপুর জেলা স্কুলের সামনে থেকে শুরু করে নগরীর বেতপট্টিস্থ মহানগর কার্যালয়ে এসে শেষ হয়।
শোভা যাত্রার উদ্বোধন করেন রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন। শোভাযাত্রায় অংশনেন রংপুর মহানগর, মহানগরের আওতাভুক্ত থানা ও ওয়ার্ড পর্যায়ের কয়েক হাজার নেতা কর্মিরা। আনন্দ শোভাযাত্রা শেষে মহানগর পাটি অফিসে আলোচনা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচীর সমাপ্তি হয়।
আলোচনা সভায় মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, মূল আলোচনা উত্থাপন করেন যুগ্ন আহবায়ক আবুল কাশেম। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক চপলসহ রংপুর মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।