ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে প্রথমবার বিভাগীয় ইজতেমা শুরু; মাঠে দুই মুসল্লির স্বাভাবিক মৃত্যু

আলমগীর হোসেন অপু, রংপুর জেলা প্রতিনিধি
  • Update Time : ০৭:৩৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ১৪ Time View

ব্যক্তিত্বের নৈতিক সংস্কার ও আত্মশুদ্ধির লক্ষে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি নিয়ে তাবলিগ জামাতের এবারেই প্রথম শুরু হয়েছে রংপুর বিভাগীয় ইজতেমা। প্রায় ৮০ একর জমি নিয়ে বিস্তৃত এলাকা জুড়ে বিভাগীয় ইজতেমায় তিল ধারণের জায়গা নেই। গত বুধবার রাতেই মুসল্লি দিয়ে পরিপূর্ণ হয়ে ওঠে ইজতেমার মাঠ।

বৃহস্পতিবার (১১ ডি‌সেম্বর) ভোরে আম বয়ানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় তাবলিগ জামাতের তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা। আম বয়ান করেন মাওলানা আব্দুল কাদের।

শুক্রবার জুম্মার নামাজে ইজতেমায় অংশগ্রহণকারী ছাড়াও অতিরিক্ত মুসল্লি অংশ নিতে পারে বলে ধারণা করছে আয়োজকরা।

শনিবার তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা দুপুর ১২ টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

এদিকে, রংপুর বিভাগীয় ইজতেমার মাঠে বয়স ও ঠান্ডাজনিত সমস্যায় দুইজন মুসল্লির মৃত্যু হয়েছে। স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ইজতেমার মাঠের ৬ নং হালকার জিম্মাদার ইঞ্জিনিয়ার আবুল হোসেন ও পশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইদুল ইসলাম।

আয়োজক কমিটির তথ্যমতে, এবারের বিভাগীয় ইজতেমায় রংপুর বিভাগের আট জেলা থেকে তাবলিগের সাথিরা অংশ নিয়েছেন। সেই সাথে দেশের বিভিন্ন জেলার ৪০ দিনের চিল্লায় অংশ নেওয়া সাথীরাও অংশ নিয়েছেন ইজতেমায়। এছাড়াও ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নিয়েছেন প্রায় ২০০ বিদেশি মেহমান।

আয়োজক কমিটির সদস্য খালেকুজ্জামান রাজা জানান, বিভাগীয় ইজতেমা মাঠকে আলোকিত রাখতে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি শতাধিক জেনারেটর প্রস্তুত রাখা হয়েছে। মুসল্লিদের ওজু ও গোসলের জন্য পর্যাপ্ত পানি ও ট্যাপের ব্যবস্থা করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, এবারেই প্রথম বিভাগীয় পর্যায়ে ইজতেমা শুরু হয়েছে। ইজতেমা উপলক্ষে আয়োজক কমিটি, জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। নির্বিঘ্নে ইজতেমার কাজ সম্পন্ন ও ট্রাফিক ব্যবস্থা পরিচালনায় আয়োজক কমিটির স্বেচ্ছাসেবকদের সঙ্গে পুলিশ সার্বিক সহযোগিতা করছেন।

নগরীর ৪ নং ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকায় ইজতেমার প্রথম দিনে দুইজন মুসল্লির মৃত্যু হয়েছে। মারা যাওয়া মুসল্লিরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ থানার সাঈদুর রহমান ও টাঙ্গাইল জেলার তারা মিয়া। টাঙ্গাইল জেলার মুসল্লি তারা মিয়া ৪০ দিনের চিল্লায় রংপুর এসে ইজতেমায় অংশ নিয়েছিলেন।

ইজতেমার মাঠের ৬ নং হালকার জিম্মাদার ইঞ্জিনিয়ার আবুল হোসেন বলেন, দুপুরে ইজতেমা ময়দানেই জানাযা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রংপুর মেট্রোপলিটন পশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, ইজতেমার মাঠে বয়স ও শ্বাসকষ্টজনিত কারনে দুইজন মুসল্লির মৃত্যু হয়েছে। তাদের দুজনের মৃত্যুই স্বাভাবিক।

Please Share This Post in Your Social Media

রংপুরে প্রথমবার বিভাগীয় ইজতেমা শুরু; মাঠে দুই মুসল্লির স্বাভাবিক মৃত্যু

আলমগীর হোসেন অপু, রংপুর জেলা প্রতিনিধি
Update Time : ০৭:৩৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

ব্যক্তিত্বের নৈতিক সংস্কার ও আত্মশুদ্ধির লক্ষে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি নিয়ে তাবলিগ জামাতের এবারেই প্রথম শুরু হয়েছে রংপুর বিভাগীয় ইজতেমা। প্রায় ৮০ একর জমি নিয়ে বিস্তৃত এলাকা জুড়ে বিভাগীয় ইজতেমায় তিল ধারণের জায়গা নেই। গত বুধবার রাতেই মুসল্লি দিয়ে পরিপূর্ণ হয়ে ওঠে ইজতেমার মাঠ।

বৃহস্পতিবার (১১ ডি‌সেম্বর) ভোরে আম বয়ানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় তাবলিগ জামাতের তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা। আম বয়ান করেন মাওলানা আব্দুল কাদের।

শুক্রবার জুম্মার নামাজে ইজতেমায় অংশগ্রহণকারী ছাড়াও অতিরিক্ত মুসল্লি অংশ নিতে পারে বলে ধারণা করছে আয়োজকরা।

শনিবার তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা দুপুর ১২ টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

এদিকে, রংপুর বিভাগীয় ইজতেমার মাঠে বয়স ও ঠান্ডাজনিত সমস্যায় দুইজন মুসল্লির মৃত্যু হয়েছে। স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ইজতেমার মাঠের ৬ নং হালকার জিম্মাদার ইঞ্জিনিয়ার আবুল হোসেন ও পশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইদুল ইসলাম।

আয়োজক কমিটির তথ্যমতে, এবারের বিভাগীয় ইজতেমায় রংপুর বিভাগের আট জেলা থেকে তাবলিগের সাথিরা অংশ নিয়েছেন। সেই সাথে দেশের বিভিন্ন জেলার ৪০ দিনের চিল্লায় অংশ নেওয়া সাথীরাও অংশ নিয়েছেন ইজতেমায়। এছাড়াও ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নিয়েছেন প্রায় ২০০ বিদেশি মেহমান।

আয়োজক কমিটির সদস্য খালেকুজ্জামান রাজা জানান, বিভাগীয় ইজতেমা মাঠকে আলোকিত রাখতে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি শতাধিক জেনারেটর প্রস্তুত রাখা হয়েছে। মুসল্লিদের ওজু ও গোসলের জন্য পর্যাপ্ত পানি ও ট্যাপের ব্যবস্থা করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, এবারেই প্রথম বিভাগীয় পর্যায়ে ইজতেমা শুরু হয়েছে। ইজতেমা উপলক্ষে আয়োজক কমিটি, জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। নির্বিঘ্নে ইজতেমার কাজ সম্পন্ন ও ট্রাফিক ব্যবস্থা পরিচালনায় আয়োজক কমিটির স্বেচ্ছাসেবকদের সঙ্গে পুলিশ সার্বিক সহযোগিতা করছেন।

নগরীর ৪ নং ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকায় ইজতেমার প্রথম দিনে দুইজন মুসল্লির মৃত্যু হয়েছে। মারা যাওয়া মুসল্লিরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ থানার সাঈদুর রহমান ও টাঙ্গাইল জেলার তারা মিয়া। টাঙ্গাইল জেলার মুসল্লি তারা মিয়া ৪০ দিনের চিল্লায় রংপুর এসে ইজতেমায় অংশ নিয়েছিলেন।

ইজতেমার মাঠের ৬ নং হালকার জিম্মাদার ইঞ্জিনিয়ার আবুল হোসেন বলেন, দুপুরে ইজতেমা ময়দানেই জানাযা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রংপুর মেট্রোপলিটন পশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, ইজতেমার মাঠে বয়স ও শ্বাসকষ্টজনিত কারনে দুইজন মুসল্লির মৃত্যু হয়েছে। তাদের দুজনের মৃত্যুই স্বাভাবিক।