রংপুর
পুলিশ নিয়োগের পরীক্ষায় ডিভাইস ব্যবহার, পরীক্ষার্থী ও সহযোগী আটক

- Update Time : ১০:১৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / ১৯ Time View
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লিখিত পরীক্ষায় ডিভাইস ব্যবহার করে নকল করার অপরাধে পরীক্ষার্থী ও সহযোগীকে আটক করেছে ডিবি পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত পৌনে নয়টায় জেলা পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আটকরা হলেন, রংপুর সদর উপজেলার হরিদেবপুর এলাকার একাব্বর ইসলামের ছেলে নাঈম ইসলাম (১৯) ও একই এলাকার পেয়ারুল ইসলামের ছেলে মোঃ হাসানুর (২২)।
মিডিয়া সেলের তথ্য মতে, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ রংপুরে সকাল ১০ টায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষা চলাকালীন পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ভাষা ভবনের ২য় তলার ২০১৩ নম্বর কক্ষে পরীক্ষার শর্ত ভঙ্গ করে অভিযুক্ত পরীক্ষার্থী নাঈম ইসলাম ওই পরিক্ষার্থী কৌশলে গোপনে তার ব্যবহৃত মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে ইন্টারনেট ডাটা সংযোগে ইমো এ্যাপ্সের মাধ্যমে কেন্দ্রের বাইরে অবস্থানরত তার বন্ধু হাসানুর ইসলামকে। পরে হাসানুর ইসলাম প্রশ্নের ছবি দেখে উত্তর বের করে সেই উত্তরের ছবি অভিযুক্তের মোবাইল ফোনে ইমো এ্যাপ্সের মাধ্যমে পাঠায় নাঈম ইসলামের কাছে। পরে নাঈম ইসলাম মোবাইল ফোন লুকিয়ে রেখে গোপনে দেখে উত্তরপত্রে লিখতে থাকে। বিষয়টি সেখানে কর্তব্যরত পরীক্ষকের চোখে ধরা পরে। তাৎক্ষনিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ সে জানায়, মূসা নামের আরও একজন বন্ধুর সহযোগিতায় টাকার বিনিময়ে পরীক্ষা কেন্দ্র থেকেই প্রশ্নপত্রের ছবি তুলে পাঠালে তার বন্ধু হাসানুর উত্তরের ছবি তুলে পাঠায়। পরবর্তিতে অভিযুক্ত নাঈম ইসলাম এর দেয়া তথ্যে হাসানুর কে আটক করেন ডিবি পুলিশ।
এ ঘটনায় অন্য অভিযুক্ত মূসা’কে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। পরে আটক দুই জনকে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় সোপর্দ করা হয়।
এর আগে পুলিশ কন্সটেবল নিয়োগের লিখিত পরীক্ষা পরিদর্শন করেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি মারুফাত হুসাইনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা আগামী ২৯ মে ২০২৫ তারিখে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন।