রংপুরে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নিনির্বাপণ মহড়া

- Update Time : ০৭:২৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ৮৮ Time View
রংপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে “সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী বের হয়। র্যালীটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে গ্যাসের মাধ্যমে বাড়িতে, রান্না ঘরে এবং অফিস আদালতে অগ্নিকাণ্ড ঘটলে কিভাবে তা নেভানো যাবে সে বিষয়ে একটি মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিসের প্রতিনিধি।
র্যালী ও মহড়ায় অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রমিজ আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম, সদর পিআইও মনিমুল হকসহ বিভিন্ন এনজিও, সুশীল সমাজ নেতৃবৃন্দ, স্কাউট এবং রেডক্রিসেন্টের কর্মীরা।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।