রংপুরে তিস্তা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

- Update Time : ১০:৪০:০৭ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
- / ৩ Time View
রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ জিম হোসেন (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় দুই ঘণ্টা ডুবুরি দলের সন্ধানের পর মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিস্তা নদী সড়ক সেতুর ৩য় নং পিলার এলাকা থেকে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়।
জিম হোসেন রংপুর মহানগরীর রেল স্টেশন মুসলিমপাড়ার বাসিন্দা জাবেদ আলীর ছেলে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে বন্ধুদের সঙ্গে তিস্তা রেলসেতু এলাকায় নদীতে গোসল গিয়েছিল সে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে চারজন বন্ধুসহ তিস্তা রেলসেতু এলাকায় ঘুরতে যায় জিম। তিস্তা সড়ক সেতুর নিচের ৩য় নং পিলারের নিকট পানিতে সাঁতার কাটার সময় সে নিখোঁজ হয়। এ ঘটনায় জিমের বন্ধুরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।
তিনি বলেন, নদীতে সাঁতারে নেমে ওই কিশোরের নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযানের পর জিমের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাউনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামছুল হক সরকার জানান, নদীর পানিতে নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজে নিয়োজিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে উদ্ধার করে মরদেহ কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।