রংপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নারীর
- Update Time : ০৬:৩৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
- / ৩৪১ Time View
রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী।
রোববার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ পুরাতন চৌপথী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম মঞ্জিলা বেগম (৪০)। তিনি তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউনিয়নের কুঠিয়ালপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সৈয়দপুরের একটি জুট মিলে কাজ শেষে আজ সকাল ৮টায় রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে সিএনজি চালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে রংপুর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী একটি ট্রাক তারাগঞ্জ পুরাতন চৌপথী এলাকায় পৌঁছালে অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মঞ্জিলা বেগম নিহত যান। আহত হন প্রতিবেশী এসমোতারা বেগম (৩২)।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরিফুল ইসলাম বলেন, ‘সকালে ট্রাকে ধাক্কায় এক নারীর মৃত্যুর হওয়ার কথা শুনেছি। কিন্তু এ ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি।’





















































































































































































