ঢাকা ১১:৩২ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব শুরু

কামরুল হাসান টিটু,রংপুর ব্যুরো
  • Update Time : ০৫:৫৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৪ Time View

বিএফএফ-সমকাল ১১তম জাতীয় বিজ্ঞান বিতর্কের রংপুর জেলা উৎসব শুরু হয়েছে। ‘বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানে মুক্তি’ স্লোগোনে বিভাগীয় নগরী রংপুরের শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় হলরুমে এ উৎসব শুরু হয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

প্রতিযোগিতায় রংপুর জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে রংপুর জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়, আরসিসিআই পাবলিক স্কুল এন্ড কলেজ, শিক্ষা অঙ্গন উচ্চ বিদ্যালয়, লায়ন্স স্কুল এন্ড কলেজ ও ইন্টারন্যাশনাল গ্র্যামার স্কুল।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘তরুণ প্রজন্মকে বিজ্ঞানমুখী এবং তাদের মধ্যে যুক্তিবাদী একটি মানস গড়ে দিতে পারে বিজ্ঞানবিষয়ক বিতর্ক। আর সেই কাজটিই করছে সমকাল। বিজ্ঞানমুখী মানবিক সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের এগিয়ে নিতে সমকালের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

সমকাল রংপুর অফিস প্রধান স্বপন চৌধুরীর সঞ্চালনায় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে বিচারকের দায়িত্ব পালন করছেন বীর উত্তম শহীদ সামাদ স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জিয়াউর রহমান, স্বপ্নচূড়া স্কুলের শিক্ষক শেখ ফরিদ অভি ও বড়বাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাছিমা হক। এসময় মডারেটরের দায়িত্ব পালন করছেন শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হামীম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি প্রেসক্লাব রংপুরের সিনিয়র সহ-সভাপতি এস এম খলিল বাবু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

রংপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব শুরু

কামরুল হাসান টিটু,রংপুর ব্যুরো
Update Time : ০৫:৫৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

বিএফএফ-সমকাল ১১তম জাতীয় বিজ্ঞান বিতর্কের রংপুর জেলা উৎসব শুরু হয়েছে। ‘বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানে মুক্তি’ স্লোগোনে বিভাগীয় নগরী রংপুরের শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় হলরুমে এ উৎসব শুরু হয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

প্রতিযোগিতায় রংপুর জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে রংপুর জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়, আরসিসিআই পাবলিক স্কুল এন্ড কলেজ, শিক্ষা অঙ্গন উচ্চ বিদ্যালয়, লায়ন্স স্কুল এন্ড কলেজ ও ইন্টারন্যাশনাল গ্র্যামার স্কুল।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘তরুণ প্রজন্মকে বিজ্ঞানমুখী এবং তাদের মধ্যে যুক্তিবাদী একটি মানস গড়ে দিতে পারে বিজ্ঞানবিষয়ক বিতর্ক। আর সেই কাজটিই করছে সমকাল। বিজ্ঞানমুখী মানবিক সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের এগিয়ে নিতে সমকালের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

সমকাল রংপুর অফিস প্রধান স্বপন চৌধুরীর সঞ্চালনায় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে বিচারকের দায়িত্ব পালন করছেন বীর উত্তম শহীদ সামাদ স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জিয়াউর রহমান, স্বপ্নচূড়া স্কুলের শিক্ষক শেখ ফরিদ অভি ও বড়বাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাছিমা হক। এসময় মডারেটরের দায়িত্ব পালন করছেন শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হামীম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি প্রেসক্লাব রংপুরের সিনিয়র সহ-সভাপতি এস এম খলিল বাবু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবনসহ অন্যান্য অতিথিবৃন্দ।