রংপুরে ক্লিনিক পরিচালকের এক মাসের কারাদণ্ড

- Update Time : ০৩:৫০:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
- / ৫৫ Time View
রংপুরে মাদারস হোম নামে এক ক্লিনিকে নানা অব্যবস্থাপনা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ক্লিনিক পরিচালকের এক মাসের কারাদণ্ড ও অনাদায়ে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা সহ হসপিটালটির অপারেশন থিয়েটার সীলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩০ জুন) বিকেলে রংপুর নগরীর মেডিকেল মোড় এলাকায় অবস্থিত হসপিটালে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও সিভিল সার্জন।
এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দুলাল হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদারস হোম হসপিটালের পরিচালক আশীষ কুমার মহন্তকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অনাদায়ে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
রংপুর সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডা. আখতারুজ্জামান বলেন, ওটি বয় দিয়ে অপারেশন থিয়েটার পরিচালনা করা, ক্লিনিকের লাইসেন্স নাই, অপারেশনের প্রয়োজনীয় সরঞ্জামাদি নেই, দক্ষ চিকিৎসক, সেবিকা ও সার্জিক্যাল সরঞ্জামাদি নাই। তাছাড়া অপরিস্কার পরিছন্ন পরিবেশসহ নানা অব্যবস্থাপনা পাওয়া গেছে ওই ক্লিনিকে। তিনি আরো জানান, জেলা প্রশাসন ও সিভিল সার্জনের যৌথভাবে অভিযান চলছে, এইরকম অভিযান চলমান থাকবে।
এ দিকে এসব বিষয় নিয়ে মাদারস হোম হসপিটালের পরিচালক আশীষ কুমার মহন্তের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকের উপর চড়াও হন এবং কোন কথা বলবেন না বলে জানিয়ে দেন।