রংপুরে আত্মগোপনে থাকা সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

- Update Time : ০৬:৫৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / ১০০ Time View
রংপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম প্রামাণিককে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
এর আগে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে নগরীর শিমুলবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী।
গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম প্রামাণিক মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি মিঠাপুকুরের শঠিবাড়ি এলাকার নুরুল ইসলাম প্রামাণিকের ছেলে।
জানা গেছে, ২০২৪ সালের ১৮ জুলাই রংপুর মহানগরীর মর্ডাণ মোড় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর সশস্ত্র হামলা ও গুলি ছোড়া হয়। এ ঘটনায় তাজহাট থানায় একটি মামলা দায়ের হলে আত্মগোপনে চলে যান মামলার আসামি আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম প্রামাণিক। মঙ্গলবার রাতে ছাত্র-জনতা নগরীর শিমুল বাগ থেকে তাকে আটক করে কোতয়ালী থানা পুলিশে সোপর্দ করে। পরে কোতয়ালী থানা পুলিশ রবিউল ইসলামকে তাজহাট থানায় হস্তান্তর করেন।
তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সশস্ত্র হামলা ও গুলি বর্ষণের ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম প্রামাণিককে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় হওয়া মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।