ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে অপহৃত চার শিশুসহ নারী আটক

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো
  • Update Time : ১১:৫৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • / ২২ Time View

রংপুর রেলস্টেশন এলাকায় থেকে অপহৃত চার শিশুসহ আদুরী বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আটক ওই নারীকে নিজ হাতে শাস্তি দিতে উত্তেজিত জনতা অবরুদ্ধ করে রাখে ঘন্টাব্যাপী। পরে সেনাবাহিনীর সহযোগিতায় তাকে উদ্ধার করে মেট্রোপলিটন কোতয়ালী থানায় নেয়া হয়।

শুক্রবার (২৮ মার্চ) রাত ১০ টায় স্টেশন এলাকা থেকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম।

পুলিশ সুত্রে জানা যায়, রংপুর নগরীর তপোধন গ্রাম থেকে চার শিশু নিয়ে ওই নারী ইফতার পরবর্তী সময়ে উধাও হন। এরপর বিষয়টি পুলিশের বিভিন্ন ইউনিটকে জানালে রেলস্টেশন, বাসস্টান্ডসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় পুলিশ। এর পরেই স্টেশন এলাকা থেকে অপহৃত ৪ শিশুসহ ওই মহিলাকে রেলওয়ে পুলিশ আটক করে।

এদিকে, ভুক্তভোগি পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনের বেলা আদুরী বেগম নামের ওই নারী নগরীর তপোধন গ্রামে এক বাড়িতে গিয়ে আশ্রয় প্রত্যাশা করেন। ওই বাড়ির অভিভাবক আশিকুল ইসলাম ওই নারীকে আশ্রয় দেন। রাতে তার বাড়িতেই অবস্থান করেন ওই নারী। শুক্রবার সারাদিন তিনি অবস্থান করেন এবং সন্ধ্যায় ইফতারও করেন। ইফতার পরবর্তী কোন এক সময় ওই নারী আশ্রয় দেওয়া আশিকুল ইসলামের সন্তানসহ পাশ্ববর্তী বাড়ির ৬ থেকে ১০ বছরের চার শিশুকে নিয়ে উধাও হয়ে যান। বাকী তিন শিশুর অভিভাবকরা হলেন মমিনুল, শফিকুল ও রফিকুল। এসময় সন্তানদের না পেয়ে তাৎক্ষনিকভাবে পুলিশকে জানানো হয় ঘটনাটি। এর পরেই রংপুর রেলওয়ে স্টেশন এলাকায় স্থানীয়দের সহযোগিতায় চার শিশুসহ ওই নারীকে আটক করা হয়।

অন্যদিকে অপহরণকারী ওই নারীকে নিজ হাতে শাস্তি দিতে চান উত্তেজিত জনতা। এসময় ওই নারীকে তারা অবরুদ্ধ করে রাখে। পরে রাত ১১ টার দিকে সেনাবাহিনীর সহযোগিতায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় নেয়া হয় ওই নারীকে।

রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম বলেন, আমরা চার শিশুসহ আদুরী বেগম নামে এক নারীকে আটক করেছি। তিনি কুড়িগ্রামের উলিপুরের ফকিরচর এলাকার মন্ছর আলীর স্ত্রী। চার শিশুকে ইতিমধ্যে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সময় উত্তেজিত জনতার কারণে অপহরণকারী ওই নারীকে নিরাপদে নেওয়া সম্ভব হয়নি। এসময় উত্তেজিত জনতা ওই নারীর বিচার দাবি করে স্টেশন এলাকায় ভির করেন। পরে রাত ১১টার পর সেনাবাহিনীর সহযোগিতায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় নেয়া হয় ওই নারীকে।

Please Share This Post in Your Social Media

রংপুরে অপহৃত চার শিশুসহ নারী আটক

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো
Update Time : ১১:৫৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

রংপুর রেলস্টেশন এলাকায় থেকে অপহৃত চার শিশুসহ আদুরী বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আটক ওই নারীকে নিজ হাতে শাস্তি দিতে উত্তেজিত জনতা অবরুদ্ধ করে রাখে ঘন্টাব্যাপী। পরে সেনাবাহিনীর সহযোগিতায় তাকে উদ্ধার করে মেট্রোপলিটন কোতয়ালী থানায় নেয়া হয়।

শুক্রবার (২৮ মার্চ) রাত ১০ টায় স্টেশন এলাকা থেকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম।

পুলিশ সুত্রে জানা যায়, রংপুর নগরীর তপোধন গ্রাম থেকে চার শিশু নিয়ে ওই নারী ইফতার পরবর্তী সময়ে উধাও হন। এরপর বিষয়টি পুলিশের বিভিন্ন ইউনিটকে জানালে রেলস্টেশন, বাসস্টান্ডসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় পুলিশ। এর পরেই স্টেশন এলাকা থেকে অপহৃত ৪ শিশুসহ ওই মহিলাকে রেলওয়ে পুলিশ আটক করে।

এদিকে, ভুক্তভোগি পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনের বেলা আদুরী বেগম নামের ওই নারী নগরীর তপোধন গ্রামে এক বাড়িতে গিয়ে আশ্রয় প্রত্যাশা করেন। ওই বাড়ির অভিভাবক আশিকুল ইসলাম ওই নারীকে আশ্রয় দেন। রাতে তার বাড়িতেই অবস্থান করেন ওই নারী। শুক্রবার সারাদিন তিনি অবস্থান করেন এবং সন্ধ্যায় ইফতারও করেন। ইফতার পরবর্তী কোন এক সময় ওই নারী আশ্রয় দেওয়া আশিকুল ইসলামের সন্তানসহ পাশ্ববর্তী বাড়ির ৬ থেকে ১০ বছরের চার শিশুকে নিয়ে উধাও হয়ে যান। বাকী তিন শিশুর অভিভাবকরা হলেন মমিনুল, শফিকুল ও রফিকুল। এসময় সন্তানদের না পেয়ে তাৎক্ষনিকভাবে পুলিশকে জানানো হয় ঘটনাটি। এর পরেই রংপুর রেলওয়ে স্টেশন এলাকায় স্থানীয়দের সহযোগিতায় চার শিশুসহ ওই নারীকে আটক করা হয়।

অন্যদিকে অপহরণকারী ওই নারীকে নিজ হাতে শাস্তি দিতে চান উত্তেজিত জনতা। এসময় ওই নারীকে তারা অবরুদ্ধ করে রাখে। পরে রাত ১১ টার দিকে সেনাবাহিনীর সহযোগিতায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় নেয়া হয় ওই নারীকে।

রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম বলেন, আমরা চার শিশুসহ আদুরী বেগম নামে এক নারীকে আটক করেছি। তিনি কুড়িগ্রামের উলিপুরের ফকিরচর এলাকার মন্ছর আলীর স্ত্রী। চার শিশুকে ইতিমধ্যে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সময় উত্তেজিত জনতার কারণে অপহরণকারী ওই নারীকে নিরাপদে নেওয়া সম্ভব হয়নি। এসময় উত্তেজিত জনতা ওই নারীর বিচার দাবি করে স্টেশন এলাকায় ভির করেন। পরে রাত ১১টার পর সেনাবাহিনীর সহযোগিতায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় নেয়া হয় ওই নারীকে।