রংপুরের ৬টি আসনে মনোনয়ন সংগ্রহ ১৫ জন প্রার্থীর
- Update Time : ০৯:০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / ১৪ Time View
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ৬ টি সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৫ জন প্রার্থী।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রমিজ আলম।
জেলা প্রশাসন সুত্রে জানা যায়, রংপুর জেলার ৬ টি সংসদীয় আসনের বিপরীতে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে রংপুর-১ আসনে ৩ জন, রংপুর-২ আসনে ১ জন, রংপুর-৩ আসনে ৫ জন, রংপুর-৪ আসনে ২ জন, রংপুর-৫ আসনে ১ জন ও রংপুর-৬ আসনে ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখনও কেউ মনোনয়নপত্র দাখিল করেননি।
রংপুরের ৬ টি আসনের ৫ টি আসনেই দলীয় মনোনয়নপ্রাপ্ত ৫ জন বিএনপির প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে রংপুর ১ আসনে মোকাররম হোসেন সুজন, রংপুর ২ আসনে মোহাম্মদ আলী, রংপুর ৩ সামসুজ্জামান সামু, রংপুর-৫ আসনে অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর ৬ সাইফুল ইসলাম। শুধু মাত্র রংপুর ৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে দলীয় মনোনয়নপ্রাপ্ত এমদাদুল হক ভরসা এখনও মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
এদিকে জাতীয় পার্টির পক্ষ থেকে শুধু রংপুর সদর ৩ আসনে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তবে দলীয় মনোনয়ন এখনও চুড়ান্ত না হলেও ইতিমধ্যে রংপুর ১ আসনে ব্যারিষ্টার মঞ্জুম আলী, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য আনিসুল ইসলাম মন্ডল, রংপুর ৪ আসনে ফখরুজ্জামান।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থী হিসেবে রংপুর সদর ৩ আসনে মনোনয়পত্র সংগ্রহ করেছেন আমিরুজ্জামান পিয়াল এবং রংপুর ৩ আসনেই তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী।
এ বিষয়ে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রমিজ আলম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার ৬ টি সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৫ জন প্রার্থী। এখনও কেউ মনোনয়নপত্র দাখিল করেননি।



























































































































































































