ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

রংপুরের ৬টি আসনে ভোট দিবেন ২৪ হিজড়া

কামরুল হাসান টিটু, রংপুর
  • Update Time : ০৪:৫১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • / ২২৫ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার ৬টি আসনে তৃতীয় লিঙ্গ ( হিজড়া ) ভোটার ভোট দিবেন ২৪ জন । ৭ জানুয়ারি নির্বাচনকে ঘি‌রে তাদের মা‌ঝে ব্যাপক উৎসব মূখর প‌রি‌বেশ বিরাজ কর‌ছে।

রংপুর সদর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে তৃতীয় লিঙ্গের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনোয়ারা ইসলাম রানী।

অ‌নিহা -অবহেলা ও বৈষম্য দূর করা-সমাজের মূলধারায় সম্পৃক্ততা,মানুষের প্রতি মানু‌ষের সম্মান স্থাপন করার লক্ষ্যে ২০১৩ সালের নভেম্বরে হিজড়া জনগোষ্ঠীকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয় সরকার। ২০১৪ সালের ২৬ জানুয়ারি হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করা হয়। সেই গেজেট অনুযায়ী জেলা সমাজসেবা অধিদফতর রংপুরের তথ্য মতে, জেলায় ৩৭০ জন তৃতীয় লিঙ্গ (হিজড়া) রয়েছে। এরমধ্যে ভোটার হয়েছেন মাত্র ২৪ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রংপুর জেলার ৬টি সংসদীয় আসনে ২৪ লাখ ৩২ হাজার ৫০৫ জন ভোটার রয়েছে । এরমধ্যে ২৪ জন হিজড়া ভোটার রয়েছে। যারা এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। রংপুর-১ আসনে রয়েছে ২ জন, রংপুর-২ আসনে ৮ জন, রংপুর-৩ আসনে ২ জন, রংপুর-৪ আসনে ৪ জন, রংপুর-৫ আসনে ৪ জন এবং রংপুর-৬ আসনে ৪ জন হিজড়া ভোটার। ৭ জানুয়ারির নির্বাচন উপলক্ষে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে তৃতীয় লিঙ্গের হয়ে প্রতিদ্বন্দিতা করছেন আনোয়ারা ইসলাম রানী। যা ইতোমধ্যে দেশে ব্যপকভাবে আলোচনার জন্ম দিয়েছে। রানী, রংপুরের ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। তার নির্বাচনী আসনে দু’জন হিজড়া ভোটার রয়েছে।

এ বিষয়ে আনোয়ারা ইসলাম রানী বলেন, আমি ব্যক্তিগতভাবে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিয়েছি। এখনও অনেকের মাঝে অসচেতনতা কাজ করছে। ত‌বে পর্যায়ক্রমে সক‌লেই এ বিষয়ে সচেতন হবে। সারাদেশের মতো রংপুরেও তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা আগামীতে বৃ‌দ্ধি পা‌বে ।

তৃতীয় লিঙ্গের বাবু ও ম‌নিরা বলেন, ভোটার হয়েছি। এবারেই নতুন ভোটার হ‌য়ে‌ছি তাই প্রদান করতে চাই। সত্যি বলতে কি তৃতীয় লিঙ্গের স্বীকৃতির পরপরই ভোটার হওয়া দরকার ছিল, কিন্তু অবহেলা করে হইনি। এবারে ভোটার হয়েছি। ভোট দিব বলে ভালো লাগছে।

রংপুর জেলায় ২৪ লাখ ৩২ হাজার ৫০৫ জন ভোটার রয়েছে। রংপুর-১ আসনে ৩ লাখ ৩২ হাজার ২১৯ জন ভোটার, এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ৩৫ জন, পুরুষ ভোটার ১ লাখ ৬৭ হাজার ১৮২ জন। রংপুর-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৭ হাজার ৪৬ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৭৭ হাজার ২৫৩ জন, পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৭৮৫ জন। রংপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৭৬৮ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার ২৯৪ জন, পুরুষ ভোটার ২ লাখ ৪৭ হাজার ৪৭২ জন। রংপুর-৪ আসনে ৪ লাখ ৭৮ হাজার ৩৮৩ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ৪৩ হাজার ৩৩০ জন, পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৪৯ জন। রংপুর-৫ আসনে ৪ লাখ ৪০ হাজার ৩৩৫ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ২১ হাজার ৯৮৪ জন, পুরুষ ভোটার ২ লাখ ১৮ হাজার ৩৪৭ জন। রংপুর- ৬ আসনে মোট ভোটার ৩ লাখ ২৯ হাজার ৭৫৪ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ৪৯৮জন, পুরুষ ভোটার হচ্ছে ১ লাখ ৬৪ হাজার ২৫২ জন।

Please Share This Post in Your Social Media

রংপুরের ৬টি আসনে ভোট দিবেন ২৪ হিজড়া

কামরুল হাসান টিটু, রংপুর
Update Time : ০৪:৫১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার ৬টি আসনে তৃতীয় লিঙ্গ ( হিজড়া ) ভোটার ভোট দিবেন ২৪ জন । ৭ জানুয়ারি নির্বাচনকে ঘি‌রে তাদের মা‌ঝে ব্যাপক উৎসব মূখর প‌রি‌বেশ বিরাজ কর‌ছে।

রংপুর সদর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে তৃতীয় লিঙ্গের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনোয়ারা ইসলাম রানী।

অ‌নিহা -অবহেলা ও বৈষম্য দূর করা-সমাজের মূলধারায় সম্পৃক্ততা,মানুষের প্রতি মানু‌ষের সম্মান স্থাপন করার লক্ষ্যে ২০১৩ সালের নভেম্বরে হিজড়া জনগোষ্ঠীকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয় সরকার। ২০১৪ সালের ২৬ জানুয়ারি হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করা হয়। সেই গেজেট অনুযায়ী জেলা সমাজসেবা অধিদফতর রংপুরের তথ্য মতে, জেলায় ৩৭০ জন তৃতীয় লিঙ্গ (হিজড়া) রয়েছে। এরমধ্যে ভোটার হয়েছেন মাত্র ২৪ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রংপুর জেলার ৬টি সংসদীয় আসনে ২৪ লাখ ৩২ হাজার ৫০৫ জন ভোটার রয়েছে । এরমধ্যে ২৪ জন হিজড়া ভোটার রয়েছে। যারা এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। রংপুর-১ আসনে রয়েছে ২ জন, রংপুর-২ আসনে ৮ জন, রংপুর-৩ আসনে ২ জন, রংপুর-৪ আসনে ৪ জন, রংপুর-৫ আসনে ৪ জন এবং রংপুর-৬ আসনে ৪ জন হিজড়া ভোটার। ৭ জানুয়ারির নির্বাচন উপলক্ষে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে তৃতীয় লিঙ্গের হয়ে প্রতিদ্বন্দিতা করছেন আনোয়ারা ইসলাম রানী। যা ইতোমধ্যে দেশে ব্যপকভাবে আলোচনার জন্ম দিয়েছে। রানী, রংপুরের ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। তার নির্বাচনী আসনে দু’জন হিজড়া ভোটার রয়েছে।

এ বিষয়ে আনোয়ারা ইসলাম রানী বলেন, আমি ব্যক্তিগতভাবে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিয়েছি। এখনও অনেকের মাঝে অসচেতনতা কাজ করছে। ত‌বে পর্যায়ক্রমে সক‌লেই এ বিষয়ে সচেতন হবে। সারাদেশের মতো রংপুরেও তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা আগামীতে বৃ‌দ্ধি পা‌বে ।

তৃতীয় লিঙ্গের বাবু ও ম‌নিরা বলেন, ভোটার হয়েছি। এবারেই নতুন ভোটার হ‌য়ে‌ছি তাই প্রদান করতে চাই। সত্যি বলতে কি তৃতীয় লিঙ্গের স্বীকৃতির পরপরই ভোটার হওয়া দরকার ছিল, কিন্তু অবহেলা করে হইনি। এবারে ভোটার হয়েছি। ভোট দিব বলে ভালো লাগছে।

রংপুর জেলায় ২৪ লাখ ৩২ হাজার ৫০৫ জন ভোটার রয়েছে। রংপুর-১ আসনে ৩ লাখ ৩২ হাজার ২১৯ জন ভোটার, এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ৩৫ জন, পুরুষ ভোটার ১ লাখ ৬৭ হাজার ১৮২ জন। রংপুর-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৭ হাজার ৪৬ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৭৭ হাজার ২৫৩ জন, পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৭৮৫ জন। রংপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৭৬৮ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার ২৯৪ জন, পুরুষ ভোটার ২ লাখ ৪৭ হাজার ৪৭২ জন। রংপুর-৪ আসনে ৪ লাখ ৭৮ হাজার ৩৮৩ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ৪৩ হাজার ৩৩০ জন, পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৪৯ জন। রংপুর-৫ আসনে ৪ লাখ ৪০ হাজার ৩৩৫ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ২১ হাজার ৯৮৪ জন, পুরুষ ভোটার ২ লাখ ১৮ হাজার ৩৪৭ জন। রংপুর- ৬ আসনে মোট ভোটার ৩ লাখ ২৯ হাজার ৭৫৪ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ৪৯৮জন, পুরুষ ভোটার হচ্ছে ১ লাখ ৬৪ হাজার ২৫২ জন।