ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কেরানীগঞ্জে অবৈধ ব্যাটারী কারখানা সিলগালা, ৭ দিনের মধ্যে দস্তা বর্জ্য অপসারণের নির্দেশ স্ত্রীর সাথে অভিমান: চিরকুট লিখে যুবকের আত্মহত্যা ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: গণ অধিকার পরিষদ কাফনের কাপড় পরে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের নিয়মের মধ্যে না এলে রেস্টুরেন্টগুলোর বিদ্যুৎ ও পানি বিচ্ছিন্ন করা হবে সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধর পদত্যাগ লালদিয়ায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে : বিডা চেয়ারম্যান আ.লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

রংপুরের পৌনে ৩ কিলোমিটার রাস্তার কাজ ৩ বছরেও শেষ হয়নি

কামরুল হাসান টিটু, রংপুর
  • Update Time : ০৮:৩৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • / ৩৩৫ Time View

রংপুরের কাউনিয়ায় তিন বছরেও মাত্র পৌনে ৩ কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। কোনো রকমে রাস্তার অর্ধেক কাজ শেষ করা হয়েছে। প্রায় তিন কোটি টাকার এই কাজ শেষ না হওয়ায় বেড়েছে জনদুর্ভোগ।

এতে যানচলাচলে প্রায় ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, বাড়ছে বিক্ষুদ্ধ এলাকাবাসীর ক্ষোভ। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, চুক্তিনুযায়ী টাকা না পাওয়ায় নির্দিষ্ট সময়ে শেষ হয়নি রাস্তা পাকাকরণ।

খোঁজ নিয়ে জানা গেছে, কাউনিয়া উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টার প্লান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বালাপাড়া ইউনিয়নের রাজেন্দ্র বাজার থেকে কালিরহাট ইন্দ্রারপার পর্যন্ত প্রায় পৌনে ৩ কিলোমিটার সড়ক/রাস্তা পাকাকরণের জন্য বরাদ্দ দেয়া হয় ২ কোটি ৫১ লক্ষ ৮১ হাজার ৪৫৬ টাকা।

চুক্তিনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ শেষ করার কথা ২০২১ সালে। তাহিতী এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানটি কাজ শুরু করে ২০২০ সালের এপ্রিল মাসে।

স্থানীয়রা জানায়, সড়কে ইটের খোয়া বিছানোর পর হঠাৎ কাজ বন্ধ হয়ে যায়। সড়কে ইটের খোয়া দেওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। ব্যাটারিচালিত রিকসা ও থ্রি-হুইলার উল্টে প্রায়ই ছোট ছোট দুর্ঘটনাও ঘটছে।

ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মশিউর রহমান মুশি জানান, ঠিকাদারসহ সংশ্লিষ্ট কারো এই সড়ক নিয়ে মাথা ব্যথা নেই। ২০২০ সালে কাজ শুরু হয়ে ২০২৩ সাল শেষ প্রায় তবুও সড়কের কাজ শেষ হয় না। কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতায় কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগে চলাচলকারীরা।

শিক্ষক মজিবর রহমান বলেন, ভাঙ্গা সড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। সামান্য তিন কিলোমিটার রাস্তার কাজ যদি তিন বছরেও শেষ হয়নি। এটা চরম অবহেলা ও উদাসীনতা। আমরা তিন বছর ধরে কষ্ট করছি। আমাদের কষ্ট কেউ দেখে না।

রংপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান তাহিতী এন্টারপ্রাইজের আব্দুর রউফ সরকার বলেন, ফান্ড (টাকা) নেই, এ কারণে কাজ বন্ধ রয়েছে। টাকা দিলেই কাজ করে দিব।

কাউনিয়া উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানকে পত্রযোগে কাজটি শেষ করার জন্য বললেও কর্ণপাত করছেন না। যদি কাজ শুরু না করে তাহলে আমরা চুক্তিনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। টেন্ডারটি বাতিলের মাধ্যমে পুনরায় টেন্ডার প্রক্রিয়া চলমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক বলেন, উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কারো গাফলতি থাকে, অবশ্যই তা দেখা হবে।

Please Share This Post in Your Social Media

রংপুরের পৌনে ৩ কিলোমিটার রাস্তার কাজ ৩ বছরেও শেষ হয়নি

কামরুল হাসান টিটু, রংপুর
Update Time : ০৮:৩৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩

রংপুরের কাউনিয়ায় তিন বছরেও মাত্র পৌনে ৩ কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। কোনো রকমে রাস্তার অর্ধেক কাজ শেষ করা হয়েছে। প্রায় তিন কোটি টাকার এই কাজ শেষ না হওয়ায় বেড়েছে জনদুর্ভোগ।

এতে যানচলাচলে প্রায় ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, বাড়ছে বিক্ষুদ্ধ এলাকাবাসীর ক্ষোভ। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, চুক্তিনুযায়ী টাকা না পাওয়ায় নির্দিষ্ট সময়ে শেষ হয়নি রাস্তা পাকাকরণ।

খোঁজ নিয়ে জানা গেছে, কাউনিয়া উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টার প্লান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বালাপাড়া ইউনিয়নের রাজেন্দ্র বাজার থেকে কালিরহাট ইন্দ্রারপার পর্যন্ত প্রায় পৌনে ৩ কিলোমিটার সড়ক/রাস্তা পাকাকরণের জন্য বরাদ্দ দেয়া হয় ২ কোটি ৫১ লক্ষ ৮১ হাজার ৪৫৬ টাকা।

চুক্তিনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ শেষ করার কথা ২০২১ সালে। তাহিতী এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানটি কাজ শুরু করে ২০২০ সালের এপ্রিল মাসে।

স্থানীয়রা জানায়, সড়কে ইটের খোয়া বিছানোর পর হঠাৎ কাজ বন্ধ হয়ে যায়। সড়কে ইটের খোয়া দেওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। ব্যাটারিচালিত রিকসা ও থ্রি-হুইলার উল্টে প্রায়ই ছোট ছোট দুর্ঘটনাও ঘটছে।

ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মশিউর রহমান মুশি জানান, ঠিকাদারসহ সংশ্লিষ্ট কারো এই সড়ক নিয়ে মাথা ব্যথা নেই। ২০২০ সালে কাজ শুরু হয়ে ২০২৩ সাল শেষ প্রায় তবুও সড়কের কাজ শেষ হয় না। কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতায় কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগে চলাচলকারীরা।

শিক্ষক মজিবর রহমান বলেন, ভাঙ্গা সড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। সামান্য তিন কিলোমিটার রাস্তার কাজ যদি তিন বছরেও শেষ হয়নি। এটা চরম অবহেলা ও উদাসীনতা। আমরা তিন বছর ধরে কষ্ট করছি। আমাদের কষ্ট কেউ দেখে না।

রংপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান তাহিতী এন্টারপ্রাইজের আব্দুর রউফ সরকার বলেন, ফান্ড (টাকা) নেই, এ কারণে কাজ বন্ধ রয়েছে। টাকা দিলেই কাজ করে দিব।

কাউনিয়া উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানকে পত্রযোগে কাজটি শেষ করার জন্য বললেও কর্ণপাত করছেন না। যদি কাজ শুরু না করে তাহলে আমরা চুক্তিনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। টেন্ডারটি বাতিলের মাধ্যমে পুনরায় টেন্ডার প্রক্রিয়া চলমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক বলেন, উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কারো গাফলতি থাকে, অবশ্যই তা দেখা হবে।