রংপুরের উন্নয়নে ১৯ প্রস্তাবনা

- Update Time : ০৭:৩৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / ৬১ Time View
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৩ আসনের উন্নয়ন রূপরেখা নিয়ে সাংবাদিকদের সঙ্গে ‘সমৃদ্ধ রংপুর’ শীর্ষক পরামর্শ সভা করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। সভায় পূর্বের বন্ধ্যাত্ব ঘুচতে প্রার্থী নির্বাচনে সমঝোতার রাজনীতি পরিহার করে অবহেলিত রংপুরকে এগিয়ে নিতে ১৯ দফা উন্নয়ন প্রস্তাবনা তুলে ধরেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। এ সময় মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল, অধ্যক্ষ মকবুল হোসেন, সহকারী অধ্যাপক শাহিনুল ইসলাম শাহীন, জামিল খান, রেজাউল করিম লাবলুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমৃদ্ধ রংপুর’ রূপকল্পে তরুণদের স্বনির্ভরতার ক্ষেত্রে বিকল্প ক্ষেত্র প্রস্তুত, কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর কৌশল গ্রহণ ও বাস্তবায়ন, শিক্ষিত বেকারদের জন্য জামানতবিহীন ঋণ কর্মসূচির ব্যবস্থা, শিল্পায়নে বন্ধাত্ব ঘোচানো, জাতীয় বাজেটে রংপুরের জন্য বৈষম্য হ্রাস ও ন্যায্যহিস্যা নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়নে বিশেষ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন, স্বাধীন কণ্ঠস্বর প্রকাশের ক্ষেত্র ও পরিবেশ তৈরি, শ্যামাসুন্দরী খালকে নগরবাসীর স্বাস্থ্য ও পরিবেশবান্ধব করা এবং রংপুরকে তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থের হাব হিসেবে গড়ে তোলার ব্যাপারে গুরুত্বারোপ করেন রংপুর বিএনপির ও বৈষম্যবিরোধী নাগরিক ঐক্যের আহ্বায়ক সামসুজ্জামান সামু।
লিখিত বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সদরবাসীর কাঙ্খিত উন্নয়ন করতে পারেনি। ‘সমৃদ্ধ রংপুর’ রূপকল্পের মাধ্যমে রংপুর-৩ সদর আসনে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, জনসংখ্যা অনুপাতে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ানো, কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব হ্রাস, রংপুর মেডিকেল কলেজসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করে সেবা নিশ্চিত করা, স্বাস্থ্য বীমা চালু, হতদরিদ্রদের জন্য সুলভমূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।
সামসুজ্জামান সামু আরও বলেন, নির্বাচিত হলে নগরীতে পরিকল্পিতভাবে আবাসন ও নগরায়ন করা, আইসিটি খাতকে অগ্রাধিকার দিয়ে তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের চর্চা বৃদ্ধি করা, উত্তরের কৃষির আধুনিকায়ন, কৃষিভিত্তিক কলকারখানা স্থাপন, হাড়িভাঙ্গা আম, আলুসহ নানা কৃষিজাত পণ্যের বাজারজাতকরণ ও রপ্তানি সহজীকরণ, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল চালু, ন্যায্য মজুরি নিশ্চিত করা, সেবাসহ নানা ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা, অর্থপূর্ণ ও কার্যকর রোডম্যাপ ঘোষণার মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য দূর করা হবে।
অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন তরাণ্বিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি ধর্মনিরপেক্ষতা ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা, জনসেবাকে সহজতর করতে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, পরিবেশ ও জলবায়ু পরির্বতন মোকাবিলায় নদী-নালা, খাল-বিল, জলাশয়, নগরীর শ্যামাসুন্দরী খাল খনন ও পানি প্রবাহ নিশ্চিত করা, পর্যটন এলাকার আধুনিকায় ও দর্শনার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করে শিল্পায়ন, জেলার ঐতিহ্যবাহী খাদ্য, উৎপাদিত পণ্যকে বিশ্ব দরবারে তুলে ধরা, লোক সংস্কৃতির সংরক্ষণ ও উন্নয়নসহ নানা কর্মপরিকল্পনা তুলে ধরেন।
সভায় সাংবাদিকদের মধ্যে রংপুরের উন্নয়নে নানা সুপারিশ তুলে ধরে বক্তব্য দেন যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার সরকার মাজহারুল মান্নান, ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুক, ভোরের ডাকের রংপুর প্রতিনিধি বাবলু নাগ, সকালের বাণীর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান আফজাল, প্রতিদিনের বাংলাদেশের স্টাফ রিপোর্টার এহসানুল হক সুমন, এটিএন নিউজের রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিম, করতোয়ার রংপুর প্রতিনিধি হুমায়ন কবির মানিক ও সাজ্জাদ হোসেন বাপ্পী প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়