ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যৌন কেলেঙ্কারি: ‘প্রিন্স’ উপাধি হারালেন অ্যান্ড্রু

আন্তজাতিক ডেস্ক 
  • Update Time : ০৯:০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / ২৭৪ Time View

ব্রিটিশ যুবরাজ অ্যান্ড্রু (বামে) ও রাজা তৃতীয় চার্লস (ডানে)। ছবি: রয়টার্স।

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রু যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছেন। ফলে ‘প্রিন্স’ উপাধিসহ রাজকীয় অনেক সুবিধা হারাতে হচ্ছে তাকে।

বিবিসির খবরে বলা হয়েছে, যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কয়েক সপ্তাহের তীব্র নজরদারির পর এই সিদ্ধান্ত এলো।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এক বিবৃতিতে রাজপরিবারের প্রাসাদ ‘বাকিংহাম প্যালেস’ জানায়, রাজা চার্লসের ভাই এখন থেকে শুধু অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত হবেন।

ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে প্রশ্ন ওঠার পর এই মাসের শুরুর দিকেই অ্যান্ড্রু তার অন্যান্য রাজকীয় উপাধি ত্যাগ করেন, যার মধ্যে ‘ডিউক অব ইয়র্ক’ খেতাবও ছিল।

এই মাসেই ভার্জিনিয়া জিউফ্রের লেখা একটি স্মৃতিকথা বেরিয়েছে। তিনি এ বছর শুরুর দিকে আত্মহত্যা করেন। মৃত্যুর পর প্রকাশিত লেখাটিতে তিনি একাধিকবার অভিযোগ করেছেন যে, কিশোরী বয়সে তিনি তিনবার প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন।

বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন অ্যান্ড্রু।

তবে রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, রাজা আজ আনুষ্ঠানিকভাবে প্রিন্স অ্যান্ড্রুর উপাধি, খেতাব ও সম্মানসূচক পরিচয় প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছেন। উপাধির পাশাপাশি রয়্যাল লজের (তার রাজকীয় আবাস) লিজ বাতিলের আনুষ্ঠানিক নোটিশও জারি করা হয়েছে।

অ্যান্ড্রুকে স্যান্ড্রিংহাম এস্টেটে একটি ব্যক্তিগত আবাসনে স্থানান্তর করা হবে, যেটি রাজা চার্লসের ব্যক্তিগত তহবিল অর্থায়ন করবে।

বিবৃতিতে আরও বলা হয়, তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি এখনো অস্বীকার করে চললেও এই পদক্ষেপগুলো প্রয়োজনীয় বিবেচিত হয়েছে।এছাড়াও রাজার প্রাসাদ জানিয়েছে, তারা যে কোনো ধরনের নির্যাতনের শিকারদের পাশে রয়েছে।

অ্যান্ড্রুর দুই প্রাপ্তবয়স্ক মেয়ে ইউজেনি ও বিয়াট্রিসের ‘প্রিন্সেস’ উপাধি থাকবে সিংহাসনের উত্তরাধিকার তালিকায় এবং অ্যান্ড্রু এখনো এই তালিকার অষ্টম স্থানে রয়েছেন।

ব্রিটেনের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী লিসা ন্যান্ডি বলেন, এই সিদ্ধান্ত ‘ফাঁদে পড়ে যৌন নির্যাতনের শিকার হওয়াদের জন্য এক অত্যন্ত শক্তিশালী বার্তা।

তিনি আরও বলেন, ‘এটি অনেক বড় পদক্ষেপ—রাজার জন্যও এটি এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমাকে বলতেই হবে। প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে আমি রাজার এই পদক্ষেপকে সম্পূর্ণ সমর্থন করি।

Please Share This Post in Your Social Media

যৌন কেলেঙ্কারি: ‘প্রিন্স’ উপাধি হারালেন অ্যান্ড্রু

আন্তজাতিক ডেস্ক 
Update Time : ০৯:০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রু যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছেন। ফলে ‘প্রিন্স’ উপাধিসহ রাজকীয় অনেক সুবিধা হারাতে হচ্ছে তাকে।

বিবিসির খবরে বলা হয়েছে, যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কয়েক সপ্তাহের তীব্র নজরদারির পর এই সিদ্ধান্ত এলো।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এক বিবৃতিতে রাজপরিবারের প্রাসাদ ‘বাকিংহাম প্যালেস’ জানায়, রাজা চার্লসের ভাই এখন থেকে শুধু অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত হবেন।

ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে প্রশ্ন ওঠার পর এই মাসের শুরুর দিকেই অ্যান্ড্রু তার অন্যান্য রাজকীয় উপাধি ত্যাগ করেন, যার মধ্যে ‘ডিউক অব ইয়র্ক’ খেতাবও ছিল।

এই মাসেই ভার্জিনিয়া জিউফ্রের লেখা একটি স্মৃতিকথা বেরিয়েছে। তিনি এ বছর শুরুর দিকে আত্মহত্যা করেন। মৃত্যুর পর প্রকাশিত লেখাটিতে তিনি একাধিকবার অভিযোগ করেছেন যে, কিশোরী বয়সে তিনি তিনবার প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন।

বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন অ্যান্ড্রু।

তবে রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, রাজা আজ আনুষ্ঠানিকভাবে প্রিন্স অ্যান্ড্রুর উপাধি, খেতাব ও সম্মানসূচক পরিচয় প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছেন। উপাধির পাশাপাশি রয়্যাল লজের (তার রাজকীয় আবাস) লিজ বাতিলের আনুষ্ঠানিক নোটিশও জারি করা হয়েছে।

অ্যান্ড্রুকে স্যান্ড্রিংহাম এস্টেটে একটি ব্যক্তিগত আবাসনে স্থানান্তর করা হবে, যেটি রাজা চার্লসের ব্যক্তিগত তহবিল অর্থায়ন করবে।

বিবৃতিতে আরও বলা হয়, তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি এখনো অস্বীকার করে চললেও এই পদক্ষেপগুলো প্রয়োজনীয় বিবেচিত হয়েছে।এছাড়াও রাজার প্রাসাদ জানিয়েছে, তারা যে কোনো ধরনের নির্যাতনের শিকারদের পাশে রয়েছে।

অ্যান্ড্রুর দুই প্রাপ্তবয়স্ক মেয়ে ইউজেনি ও বিয়াট্রিসের ‘প্রিন্সেস’ উপাধি থাকবে সিংহাসনের উত্তরাধিকার তালিকায় এবং অ্যান্ড্রু এখনো এই তালিকার অষ্টম স্থানে রয়েছেন।

ব্রিটেনের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী লিসা ন্যান্ডি বলেন, এই সিদ্ধান্ত ‘ফাঁদে পড়ে যৌন নির্যাতনের শিকার হওয়াদের জন্য এক অত্যন্ত শক্তিশালী বার্তা।

তিনি আরও বলেন, ‘এটি অনেক বড় পদক্ষেপ—রাজার জন্যও এটি এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমাকে বলতেই হবে। প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে আমি রাজার এই পদক্ষেপকে সম্পূর্ণ সমর্থন করি।