যৌথ অভিযানে উখিয়ার ৪ স’মিল সীলগালা: মেশিন ও কাঠ জব্দ

- Update Time : ১২:০৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ৭৮ Time View
কক্সবাজারের উখিয়ার পালংখালীতে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বনবিভাগ।
১৫ মে বিকেল ৩টা থেকে ৬ টা পর্যন্ত এই অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) যারীন তাসনিম তাসিন ও উখিয়া রেঞ্জের সহকারী বনসংরক্ষক(এসিএফ) মো:শাহিনুর ইসলাম শাহীন।
এ সময় পালংখালী ও থাইংখালীতে অবৈধ ভাবে পরিচালিত ৪টি স’মিল সীলগালা,৩টি মেশিন জব্দ ও ২২০ ঘনফুট বিভিন্ন প্রজাতির কাঠ জব্দ করা হয়।এতে জড়িত
মকবুল হোসেন(৫০),পিং-মৃত নাজির হোসেন,পূর্ব ফারির বিল,৯নং ওয়ার্ড, ইয়াসিন(৪০)কেদার খোলা,৭নং ওয়ার্ড,জাহেদ হোসেন(৩৩),পিতা-হান্নান মিয়া,আবু তাহের(৪২),পিতা-মৃত মোজাহের মিয়া,গৌজগোনা, ৪নং ওয়ার্ড,৪ জনই উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বাসিন্দা।তাদের বিরুদ্ধে বন আইনের সংশ্লিষ্ট ধারায় পলাতক আসামী করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ।
এ সময় থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ সহ, উখিয়া সদর, মোছারখাোলা টহল পাড়ি, দোছড়ী,ওয়ালা বিট কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন।