যে জন্য যৌনপল্লিতে গিয়েছিলেন অমিতাভ

- Update Time : ১১:২৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫৩ Time View
রঙিন দুনিয়ায় হারিয়ে যাওয়ার অন্যতম স্থাান হিসেবে ব্যাংককের পরিচিতি বিশ্বজুড়ে। রাত্রিযাপনের জায়গা হিসেবে ব্যাংকক সুপ্রসিদ্ধ।
দেশটিতে নাইটক্লাব, রেস্তরাঁ, ক্যাসিনো, পানশালা, স্ট্রিপে আসর জমে রাত বাড়ার সঙ্গে সঙ্গে। বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চনকে নিয়ে একবার ব্যাংককের এমনই এক স্ট্রিপ ক্লাব ও যৌনপল্লিতে গিয়েছিলেন অ্যাকশন-থ্রিলার ‘এক আজনাবি’ সিনেমার নির্মাতা অপূর্ব লাখিয়া।
সম্প্রতি ফ্রাইডে টকিজকে দেওয়া এক সাক্ষাৎকারে সুপারস্টারের সঙ্গে কাজ করার সময়কার সেই অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। ২০০৫ সালে মুক্তি পেয়েছিল এ সিনেমা। এ ঘটনা প্রায় ২০ বছর আগের। এ প্রসঙ্গে নির্মাতা অপূর্ব জানিয়েছেন, অমিতাভ অনিদ্রার রোগী, রাতে ঘুমাতে পারেন না। সেই কারণেই প্রতি রাতে একটি সিনেমা দেখার পরিকল্পনা করতেন শাহেন শাহ। তবে একদিন বিগবি তাকে ব্যাংকক ঘুরিয়ে দেখাতে বলেন।
তিনি আরও বলেন, ‘আমি বললাম, “স্যার, এটা পাটপং, এখানে লাইভ শো আছে, আমি যদি আপনাকে নিয়ে যাই, তাহলে দাঙ্গা হবে”। তিনি বললেন, “না, আমরা যাব। তাই আমি বললাম, “চলুন যাই”।’
অপূর্ব জানিয়েছেন, অভিনেতা অর্জুন রামপাল, বিক্রম চাটওয়াল, পেরিজাদ জোরাবিয়ান এবং প্রযোজক বান্টি ওয়ালিয়াও তাদের সঙ্গে ব্যাংককের রেড-লাইট এলাকা পাটপংয়ে গিয়েছিলেন। চলচ্চিত্র নির্মাতা স্মরণ করিয়ে দিয়েছিলেন যে সুপারস্টার একটি বোতাম দেওয়া শার্ট পরেছিলেন এবং নিম্নাঙ্গে ছিল একটি থাই ধুতির মতো পোশাক।
স্মৃতি থেকে তুলে এনে অপূর্ব আরও বলেছিলেন, ‘অমিতজি পাটপংয়ে রাস্তায় হাঁটছেন, এবং আমরা এক্সোটিক পু নামে একটা ক্লাবে যাচ্ছি, যেখানে এই সমস্ত স্ট্রিপিং শো হয়। আর অমিতজি এমন শো আগে কখনো দেখেননি। তাহলে কল্পনা করুন, আমরা অমিতজির সাথে শোয়ের জন্য গিয়েছিলাম, এবং সেখানে ভারতীয়রা তাকে দেখে পাগল হয়ে গিয়েছিল। তিনি এমনভাবে হাঁটছিলেন যেন তিনি জুহুতে আছেন। শো নিয়ে অমিতাভ বচ্চনের প্রতিক্রিয়ার কথা স্মরণ করে তিনি আরও বলেন, ‘তিনি বারবার বলছিলেন “মাইন্ড-ব্লোয়িং”।
অপূর্ব জানান, রাত আড়াইটা-তিনটে নাগাদ তারা হোটেলে ফিরে আসেন এবং পরের দিন ভোর সাড়ে পাঁচটায় শুটিং সেটে কলটাইম মতো পৌঁছে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। টনি স্কটের ‘ম্যান অন ফায়ার’র রিমেক অপূর্বর অ্যাকশন-থ্রিলার ‘এক আজনবি’। অমিতাভ বচ্চন ছাড়াও এ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল ও পেরিজাদ জোরাবিয়ান। মুম্বাই সে আয়া মেরা দোস্তের পরে এটি পরিচালক হিসেবে অপূর্ব লাখিয়ার দ্বিতীয় সিনেমা ছিল। অপূর্বা নির্মিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’, ‘জঞ্জির’, ‘মিশন ইস্তাম্বুল’ এবং ‘হাসিনা পারকার’। অমিতাভ বচ্চনকে শেষবার দেখা গেছে রজনীকান্ত অভিনীত ‘ভেট্টাইয়াঁ’ সিনেমায়। এর মাধ্যমে তার তামিল ভাষার অভিষেক ঘটে। এতে আরও অভিনয় করেছিলেন ফাহাদ ফাসিল, রানা দাগ্গুবাতি, মঞ্জু ওয়ারিয়র, রিতিকা সিং, দুশারা বিজয়ন, রোহিনী, রাও রমেশ, অভিরামী এবং রমেশ থিলক।
অভিনেতা বর্তমানে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’ এর সঞ্চালনায় ব্যস্ত রয়েছেন এবং আগামীতে তাকে ‘সেকশন ৮৪’ সিনেমায় দেখা যাবে। ঋভু দাশগুপ্ত নির্মিত এ সিনেমায় ডায়ানা পেন্টি, নিমরত কৌর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মূল চরিত্রে অভিনয় করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়