যে কারণে গ্রেপ্তার হলেন নাট্যনির্মাতা রিংকু
- Update Time : ০৬:৫৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
- / ২১৪ Time View
বাংলাদেশের আইনে নিষিদ্ধ ‘ট্রান্সজেন্ডার’ ইস্যু নিয়ে বিতর্কিত নাটক ‘রূপান্তর’ -এর নির্মাতা রাফাত মজুমদার রিংকু। সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে রাজধানী ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে।
এ ঘটনায় জানা গেছে, গুলশান থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে নাট্যনির্মাতা রিংকুকে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আলম।
রিংকুর গ্রেপ্তারে সকাল থেকেই ফুঁসে উঠেছে নাট্যাঙ্গন। ফেসবুকে প্রতিবাদ জানাচ্ছে প্রায় সর্বস্তরের নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। নির্মাতার আটকের ঘটনায় গুলশান থানার ভেতরেও বিক্ষোভ করেছেন নাট্য নির্মাতারা। এ সময় তারা স্লোগান দিতে থাকেন ‘রিংকু তোমার ভয় নাই, আমরা আছি লক্ষ ভাই’। সকলেই অবিলম্বে রিংকুর মুক্তি দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলের মাঝামাঝিতে বাংলাদেশের আইনে নিষিদ্ধ ‘ট্রান্সজেন্ডার’ ইস্যু নিয়ে ‘রূপান্তর’ নির্মাণ করে বিতর্কের সৃষ্টি করেছিলেন নির্মাতা রিংকু। ওই সময় অনেকেই তার এ কাজ নিয়ে সমালোচনা করেছিলেন। ফারহান আহমেদ জোভান অভিনীত এ নাটকটি নানা সমালোচনার মুখে একপর্যায়ে ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়।
উল্লেখ্য, বর্তমান সময়ে জনপ্রিয় নির্মাতাদের একজন রিংকু। তার নির্মিত নাটকের সংখ্যা শতাধিক। রিংকুর নির্মিত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘রঙিন আশা’, ‘পুতুলের সংসার’, ‘ইতিবৃত্ত’, ‘নরসুন্দরী’, ‘কবর’, ‘বন্ধন’, ‘ব্লগার মিতু’, ‘জাল’, ‘রূপান্তর’, ‘কাটুস’, ‘অতিরিক্ত’, ‘নোঙ্গর’, ‘রিকশা গার্ল’ ইত্যাদি।
নওরোজ/এসএইচ

































































































































































































