যেসব সেবায় ভ্যাট কমালো এনবিআর

- Update Time : ০৮:৪১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / ৭৫ Time View
তৈরি পোশাকের ওপর ভ্যাট হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজস্ব ব্র্যান্ডের পোশাক বিক্রির ক্ষেত্রে ভ্যাট হার হবে ১০%। এর আগে তৈরি পোশাকের ওপর ভ্যাট ৭.৫% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছিল।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। দুই-একদিনের মধ্যে এ বিষয়ে আদেশ জারি হবে। ভ্যাট কমলেও পুরোনো হারের চেয়ে ২.৫% বেশি ভ্যাট দিতে হবে ভোক্তাদের।
এনবিআর সূত্র থেকে জানা গেছে, চলমান উচ্চ মূল্যস্ফীতির বিবেচনায় নিয়ে পোশাক খাতের ওপর ভ্যাট কিছুটা কমানো হয়েছে।
জানা গেছে, নন-এসি হোটেলের ওপর ভ্যাট হার ১৫% থেকে কমিয়ে ১০% করা হয়েছে। এটি আগে ছিল ৭.৫%। মোটরগাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ভ্যাটেও পরিবর্তন আনা হয়েছে। এসব ক্ষেত্রে ভ্যাট হবে ১০%।
এর আগে, গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ায় অন্তর্বর্তীকালীন সরকার। ফলে এসব পণ্য ও সেবার খরচ বেড়ে যায়।
অন্যদিকে হজযাত্রীদের হজ পালনের ব্যয় কমাতে হজযাত্রীদের বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করেছে এনবিআর।
শনিবার (১১ জানুয়ারি) থেকেই মোবাইল ফোন ব্যবহারে, ইন্টারনেট, টিস্যু, আঙুর, আপেল, তরমুজ, তৈরি পোশাক, রেস্তোরাঁ, মিষ্টি, এলপিজি গ্যাস, হোটেল ভাড়া ও চশমার মতো পণ্যের ওপর নতুন ভ্যাট ও সম্পূরক শুল্কহার কার্যকর করা হয়।
এছাড়া, রেস্তোরাঁ, বিস্কুট ও কেক, আচার ও টমেটো সস, কাপড়, দর্জির দোকান, টয়লেট টিস্যু, ন্যাপকিন ও টাওয়েল, মিষ্টি, ড্রাইভিং লাইসেন্স, নন-এসি হোটেল, চশমা, সানগ্লাস, মোটর ওয়ার্কশপ ও লুব্রিকেন্ট তেলের ওপর ৫% থেকে বাড়িয়ে ১৫% পর্যন্ত করা হয়।
এনবিআর জানিয়েছে, বৈদ্যুতিক ট্রান্সফরমার, বৈদ্যুতিক খুঁটি, স্টিলের কোল্ড রোল্ড কয়েল, চুনাপাথর ও ডলোমাইটের মতো কয়েকটি শিল্পপণ্যের ভ্যাটও ৫% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে।
এদিকে, বাণিজ্যিক পর্যায়ে ওষুধের ওপর ভ্যাট বাড়ানোর কারণে ওষুধ কিনতে গেলে গুনতে হবে বাড়তি টাকা। এ ক্ষেত্রে ভ্যাটের হার ৫% থেকে বাড়িয়ে ৭.৫% করা হয়েছে। মুদ্রণ, সিনেমার টিকিট, মেরামত ও সার্ভিসিং এবং পরিচ্ছন্নতা সেবার খরচও বাড়বে। এতে পূর্বে নির্ধারিত ভ্যাট ১০% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে।
এছাড়াও এখন উড়োজাহাজে ভ্রমণের ক্ষেত্রেও গুণতে হবে বাড়তি টাকা।