যেভাবে যত টাকায় মিলবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকেট

- Update Time : ১২:২৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ৬৭৩ Time View
পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের টিকেটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকেট অনলাইনে কাটতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এই তথ্য দিয়েছে বিসিবি।
সিরিজের প্রতি টিকেটের সর্বনিম্ন মূল্য ৩০০ টাকা। ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন এই টিকেটধারীরা। সবচেয়ে বেশি সাড়ে তিন হাজার টাকা গুনতে হবে ইন্টারন্যাশনাল লাউঞ্জে বসে খেলা দেখতে হলে।
সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এক নজরে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য
ইস্টার্ন গ্যালারি: ৩০০ টাকা
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ৪০০ টাকা
নর্দার্ন গ্যালারি: ৪০০ টাকা
ক্লাব হাউস (সাউথ – শহীদ মুশতাক স্ট্যান্ড, আপার ও লোয়ার): ৮০০ টাকা
ক্লাব হাউস (নর্থ – শহীদ জুয়েল স্ট্যান্ড): ৮০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি (নর্থ – মিডিয়া ব্লক): ১৫০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি (সাউথ – কর্পোরেট ব্লক): ১৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার ও আপার টিয়ার): ২৫০০ টাকা
ইন্টারন্যাশনাল লাউঞ্জ (সাউথ – কর্পোরেট ব্লক): ৩৫০০ টাকা
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়